শাহরুখকে বিয়ে করার পরই কেরিয়ারে বাঁধা,'কফি উইথ করণ'-এ দুঃখের কথা ফাঁস করলেন গৌরী

'কফি উইথ করণ'-এর চলতি সপ্তাহের অন্যতম বড় চমক গৌরী খান।এবার করণের কফি কাউচে বসেই গোপন কথা ফাঁস করলেন গৌরী খান। শাহরুখকে বিয়ে করার পর থেকেই কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে শুরু করে গৌরীর, সেকথাও ফাঁস করলেন শাহরুখের স্ত্রী।

'কফি উইথ করণ'-এর চলতি সপ্তাহের অন্যতম বড় চমক গৌরী খান। আগেই শোনা গিয়েছিল 'কফি উইথ করণ'-এ আসবেন গৌরী খান। তবে প্রথম মনে করা হয়েছিল যে শাহরুখ খানের সঙ্গে আসতে চলেছেন গৌরী খান। তবে তেমনটা হল না। মাহিপ কাপুর, ভাবনা পান্ডের সঙ্গে করণের কফি কাউচে বসলেন গৌরী খান। ২২ সেপ্টেম্বরই ডিজনি প্লাস হটস্টারে দেখানো হবে এই এপিসোড। ইতিমধ্যেই শো-এর প্রোমো ভাইরাল হয়েছে। অভিনেত্রী না হয়েও কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত শাহরুখ ঘরনি গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান সর্বদাই শিরোনামে থাকেন। এবার করণের কফি কাউচে বসেই গোপন কথা ফাঁস করলেন গৌরী খান। শাহরুখকে বিয়ে করার পর থেকেই কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে শুরু করে গৌরীর, সেকথাও ফাঁস করলেন শাহরুখের স্ত্রী।

পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান জানিয়েছেন, কীভাবে শাহরুখের বউ হওয়ায় তার কাজে প্রভাব ফেলেছে। কারণ বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন কিং খানের বউ হিসেবে তিনি কাজ পেয়েছেন। এমনকী একই কারণে তিনি এখনও কাজ পান না। নতুন প্রজেক্টের ক্ষেত্রে ৫০ শতাংশ লোক আমাকে ডিজাইনার হিসেবে ভাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মোটেই তেমনটা হয় বা। কারণ অনেকেই শাহরুখ খানের ভাইয়ের সঙ্গে কাজ করার বাড়তি চাপ নিতে চায় না। ৫০ শতাংশ ক্ষেত্রে আমার বিপরীতেই এটা কাজ করে। 'কফি উইথ করণ'-এর আপকামিং প্রোমো শেয়ার করে করণ লেখেন, এই অসাধারণ মহিলারা কফি কাউচে এসেছেন কিছু গরম গরম তথ্য ফাঁস করার জন্য। প্রোমোতে দেখা যাচ্ছে করণ গৌরীকে প্রশ্ন করেছেন তিনি মেয়ে সুহানাকে কী পরামর্শ দিতে চান। শাহরুখ ঘরনি জবাবে বলেছেন কখনওই যেন একসঙ্গে দুটো ছেলেকে ডেট না করে।  ফের করণ গৌরীকে বলেন তাদের প্রেম কাহিনীর সঙ্গে কোন বলিউড ছবির মিল রয়েছে? সঙ্গে  সঙ্গেই গৌরী বলেন  'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি যেন হার মানায় বলিউডকেও। ইতিমধ্যেই অভিনেত্রী না হয়েও শাহরুখ পত্নী হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় বি-টাউনে পরিচিত গৌরী খান। 

Latest Videos

 করণের ১২ নম্বর এপিসোডের অতিথি এবার বলিউডের তিন ওয়াইফ। তিন তারকা ব্যক্তিগত কী কী তথ্য বার করে আনবেন করণ, তা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা। করণ জোহরের  'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে এই শো-তে যৌনতা নিয়ে চর্চা চলে। তবে যে যাই বলুক না কেন নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। মাত্র কয়েকদিনের মধ্যেই যেন জমে উঠেছে 'কফি উইফ করণ'-এর সাত নম্বর সিজন। নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে চান করণ জোহর। আবার'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে গৌরী খানের নতুন শো ড্রিম হোমস উইথ গৌরী খান মির্চি প্লাসের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে