সাময়িক স্বস্তি পেলেন ভাইজান , মারধর -ছিনতাই করে সাংবাদিকের উপর কেন চড়াও হয়েছিলেন সলমন

বলিউডের ভাইজান সলমনকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে বি-টাউনের অন্দরে। একের পর এক ঘটনায় তার নাম জড়িয়েছে বহুবার। কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন ভাইজান, সেই ভিডিও ক্যামেরাবন্দি করতেই সাংবাদিকদের উপর চড়াও হন ভাইজান ও তার বডিগার্ড নওয়াজ শেখ, এমন অভিযোগের ভিত্তিতেই সমন জারি করা হয়েছিল। সাংবাদিকের থেকে ফোন কেড়ে নেওয়া থেকে মারধরেরও অভিযোগ উঠেছিল। এবার ফোন ছিনতাইয়ের মামলায় আদালত থেকে সাময়িক স্বস্তি পেলেন ভাইজান। মঙ্গলবার বম্বে হাইকোর্ট সলমনের নামে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দিয়েছে ৫ মে পর্যন্ত। 
 

বলিউডের ভাইজান সলমনকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে বি-টাউনের অন্দরে। একের পর এক ঘটনায় তার নাম জড়িয়েছে বহুবার। কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন ভাইজান, সেই ভিডিও ক্যামেরাবন্দি করতেই সাংবাদিকদের উপর চড়াও হন ভাইজান ও তার বডিগার্ড নওয়াজ শেখ, এমন অভিযোগের ভিত্তিতেই সমন জারি করা হয়েছিল। সাংবাদিকের থেকে ফোন কেড়ে নেওয়া থেকে মারধরেরও অভিযোগ উঠেছিল। এবার ফোন ছিনতাইয়ের মামলায় আদালত থেকে সাময়িক স্বস্তি পেলেন ভাইজান। মঙ্গলবার বম্বে হাইকোর্ট সলমনের নামে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দিয়েছে ৫ মে পর্যন্ত। 
 

একই মামলায় ব্যক্তিগত ভাবে হাজিরা দেওয়া থেকে ৯ ই মে পর্যন্ত সলমন খানকে অব্যহতি দিয়েছে নিম্ন আদালত। গত মাসেই সলমন ও তার বডিগার্ড নওয়াজ শেখের নামে সমন জারি হয়েছিল। ৬ এপ্রিল  অর্থাৎ আজ হাজিরা দেওয়ার কথা ছিল। মঙ্গলবারই সলমনের আইনজীবী ম্যাজিসস্ট্রেচ কোর্টে হাজিরার অব্যহতি চেয়ে আবেদন দায়েক করে। তারপরই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৯ মে। এই মামলা খারিজ করেনি মুম্বই হাইকোর্ট। মোবাইল ছিনতাইয়ের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৫ মে। সাংবাদিক অভিযোগে জানিয়েছিলেন  ২০১৯ সালে এপ্রিল মাসে মুম্বইয়ের রাস্তায় সলমন খান সাইকেল চালাচ্ছিলেন। সেই ছবি তুলতেণই দেহরক্ষী ও সলমনের রোষের মুখে পড়েন সাংবাদিক। তার সঙ্গে নোংরা ব্যবহার, গালিগালাজ করে হেনস্তা করা হয়। সলমনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০৪ এবং ৫০৬ নম্বর ধারায় সমন জারি করা হয়েছে।

Latest Videos

আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের

আরও পড়ুন-নীল ছবির অফার পাওয়া 'সেক্সবম্ব' উরফি কত কোটি টাকার মালিক জানেন? রইল ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস

আরও পড়ুন-প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

বলিউডের মোস্ট ব্যাচেলর হিরোর নাম বলতে গেলে সবার প্রথমেই রয়েছে সলমন খান। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই অপরাধের কারণে জেলে যেতে হয়েছিল সলমনকে।  সালটা ১৯৯৮, 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে।  কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় সলমনকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল, এছাড়া ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছিল। সম্পর্ক, বিচ্ছেদ-সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে রয়েছেন সলমন খান। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫৫ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার' সলমন খান।  তার অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না।  তার প্রতিটা জিনিস নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। সলমনের ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই ভক্তদের নজর কাড়ে। সলমনকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন। তবে এখনও তিনি সিঙ্গল রয়েছেন। সম্প্রতি  ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩-র ছবির প্রথম টিজারে ঝড় তুলেছেন সলমন খান । আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিতে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে বলিউডের ভাইজান-কে। ঘনিষ্ঠ সূত্র বলছে, টাইগার ৩ নাকি টাইগার ফ্র্যাঞ্চাইজির বাকি দুটো ছবির থেকে অন্যরকম হতে চলেছে।  ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি  'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়'- দুটো ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari