মা-বাবার সঙ্গে হোলি সেলিব্রেশন, ছোট্ট তৈমুরের ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

Published : Mar 10, 2020, 03:31 PM IST
মা-বাবার সঙ্গে হোলি সেলিব্রেশন, ছোট্ট তৈমুরের ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

খুদে নবাবের হোলি সেলিব্রেশন সাদা পোশাকে ফ্রেমবন্দি সইফ-করিনা-তৈমুর মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও পোজ দিয়ে ছবি তুললেন করিনা 

জন্মের পর থেকেই স্পটলাইট নবাব পুত্র। একের পর এক খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। কখনও পুজো স্পেশাল, কখনও আবার হোলি। ছোট্ট নবাব কীভাবে সেলিব্রেশন করছে তা নজর এড়ায়নি কারুর। এভাবেই তৈমুর নেট দুনিয়ায় হয়ে উঠেছে সেলিব্রিটি। যদিও তৈমুরের এতটা খবরের শিরোনামে থাকা কখনই পছন্দ করেন না করিনা কাপুর কিংবা সইফ আলি খান। পছন্দ করে না তাঁদের পরিবারের কেউই। 

আরও পড়ুনঃপরীক্ষার আগেও ফিকে হল না দোলের রং, রঙের উৎসবে মাতলেন দিতিপ্রিয়া

আরও পড়ুনঃধর্ম নিয়ে মত রেখে নজর কাড়লেন অক্কি, শাহরুখের পর এবার শিরোনামে অক্ষয়

 

কয়েকদিন আগেই এই নিয়ে মুখ খুলেছিলেন শর্মিলা ঠাকুর। তিনি জানিয়েছিলেন কবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ঘরে নতুন অতিথি আসবে, তবে যদি স্পটলাইট তৈমুরের ওপর থেকে সরে। কিন্তু এখনও পর্যন্ত মাঠে একাই গোল করছে তৈমুর। দোলের দিন ছোট নবাবের কী পরিকল্পনা, সেই দিকেও তাকিেছিলেন সকলেই। এদিন মা-বাবার সঙ্গে সাদা পোশাকে ধরা দিল ছোট্ট নবাব। 

আরও পড়ুনঃহোলিতে নেট দুনিয়ায় সেলিব্রেশন, বলম পিচকারি গানের সঙ্গে নেচে ভাইরাল দীপিকা

 

মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। হোলির দিন সকালেই হাতে রং-এর বাক্স নিয়ে হাজির তৈমুর। মা-বাবার হাত ধরে চলল হোলি খেলতে। মাথায় টুপি। কিছুক্ষম পর সেখান থেকে বেড়িয়েও আসে তৈমুর। চোখে মুখে রং না থাকলেও ততক্ষণে তার খেলা শেষ। গালে রং মেখে পোজ দিয়ে ছবিও তোলেন করিনা কাপুর। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে