সংক্ষিপ্ত

  • ধর্ম নিয়ে এবার মুখ খুললেন অক্কি
  • শাহরুখের পর এবার নজরে অক্ষয় কুমার
  • মতামত রেখে নেট দুনিয়ায় প্রশংসিত 
  • ছবির প্রমোশনে এসে খোলামেলা অক্ষয় 

ধর্ম নিয়ে একাধিক সময় একাধিক মন্তব্য করে থাকেন তারকারা। বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী ভারতের বুকে ধর্ম এক অতিপ্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন আলোচনা সভায় প্রাধান্য পাচ্ছে ধর্ম। তবে এমন কথা ছিল না, ভারতের বুকে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেরই একই সঙ্গে থাকার ঐতিহ্যই মূল। 

আরও পড়ুন-বক্ষের বিভাজিকা দেখিয়ে ছবি পোস্ট, দীপিকাকে প্রকাশ্যেই থামতে বললেন রণবীর

আরও পড়ুন-নবজাতক কন্যাকে নিয়ে সপরিবারে শিল্পা, মুহূর্তে ভাইরাল আনন্দমুহূর্তের ছবি

সময়ের সঙ্গে সঙ্গে কী তবে পাল্টাতে বসেছে সেই সমীকরন! না। তারকারা তাঁদের মন্তব্যে তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন বহুবার, যে ভারতের বুকে রয়েছে একটাই ধর্ম। সকলেই ভারতীয়। কয়েকদিন আগেই এই নিয়ে মন্তব্য ঘিরে সকলের নজর কেড়েছিলেন শাহরুখ খান। জানিয়েছিলেন তিনি মুসলিম, তাঁর স্ত্রী একজন হিন্দু। আর তাঁদের সন্তানরা হিন্দুস্তানি।

আরও পড়ুন-হোলিতে সানি লিওন, রঙের উৎসবে দেখবেন নাকি

এবার সেই কথাই ভিন্ন ভাবে তুলে ধরলেন অক্ষয় কুমার। সম্প্রতি সূর্যবংশী ছবির প্রচারে এসে তিনি এই নিয়ে নিজের মত প্রকাশ করেন, জানান, আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না। আমি ভারতীয় এবং জাতীয়তাবোধে বিশ্বাস করি। আর ছবিটাও একই কথা বলছে। ভারতীয় হওয়ার অর্থ পার্সি, হিন্দু অথবা মুসলিম হওয়া নয়। তাঁর এই মত আবারও নেট দুনিয়ায় নজর কাড়ে সকলের।