ফারহানের বিয়েতে জমিয়ে নাচ, সানোরিটা গানে ঝড় তুলে নেটপাড়ায় ভাইরাল হৃত্বিক ভিডিও

সানোরিটা, হৃত্বিক রোশন ভক্তদের কাছে খুব পছন্দের এক গান, জিন্দেগি না মিলেগি দোবারা, ছবির গানে নেচে এবার ভাইরাল গ্রীক গড। 

মুহূর্তে নেট দুনিয়ায় ট্রেন্ডে নাম হৃত্বিক রোশন (Hrithik Roshan Social Trend), শনিবার বন্ধু ফারহান আখতরের বিয়েতে (Farhan Akhtar Marriage)  সপরিবারে হাজির হয়েছিলেন হৃত্বিক রোশন। আর সেই আসরেই নেচে সকলকে তাক লাগিয়েছিলেন গ্রীক গড। এই খবর ছড়িয়ে পড়লেও সামনে আসেনি প্রথমে ভিডিও, তবে রাত পোহাতেই তা নেট দুনিয়ার পাতায় ভাইরাল, ফারহানের সামনে হৃত্বিক (Hrithik Roshan Viral Dance Video), এক কথায় ঘাবরে গিয়ে স্টেপই ভুলে গেলেন নতুন বর ফারহান, কিন্তু ফর্মে ফিরে হৃত্বিক আগুন জ্বালালেন স্টেজে, মুহূর্তে সেই ভিডিও ভাইরাল। 

জিন্দেগি না মিলেগি দোবারা ছবির গানে জমিয়ে নেচেছিলেন তিন স্টার, তারই মধ্যে শনিবার বিবাহ উপলক্ষে মুখোমুখি দুই স্টার, নাচের তালে একে অন্যের নজর কেড়ে হয়ে উঠলেন ভাইরাল, সাদা কুর্তাতে হৃত্বিকের নাচে যেন ফিকে পড়ে গেলেন ফারহান, আর সেই ভিডিওতেই বুঁদ হৃত্বিক রোশন, নেট দুনিয়ায় ট্রেন্ডে উঠে এলো তাঁর নাম। 

Latest Videos

 

 

বিয়ের রীতি মেনেই শনিবার  বেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফারহান-শিবানী সেলেব জুটি, এই বিশেষ দিনে নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির বিটাউন (Bollywood Celebrities), মেহেন্দি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সেলিব্রেশনে বিভিন্ন স্টারেদের ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। শনিবার সকাল থেকেই ভিড় খান্ডালার ফার্মহাউসে (Wedding Venue), শুক্রবার থেকেই সেখানে শুরু হয়েছে বিবাহ অনুষ্ঠান। শনিবার ঠিক দুপুরেই উপস্থিত এই জুটিকে ঘিরে সকলের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।  বিয়ের আসরে পৌঁছাতে শুরু করেছিলেন অতিথিরা (Guest List) সকাল থেকেই। সাদা লেহেঙ্গাতে খান্ডালার ফার্ম হাউসে পৌঁছে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী। অন্যদিকে রাকেশ রোশন ও মায়ের সঙ্গে ফারহানের বিয়ের আসরে পৌঁছেছিলেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। একেবারে দুধ সাদা আদ্যপান্ত ভারতীয় পোষাকে হাজির হয়েছিলেন লেডি কিলার হৃত্বিক রোশন। 

আরও পড়ুন- ইচ্ছা করেই বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে আসেননি 'মহাগুরু', কেন আসলেন না মিঠুন জানুন সত্য

আরও পড়ুন- বাবা-ছেলেরা মিলেই চলছে নাচ, হাসিমুখে বাপি লাহিড়ীকে স্মরণ ডিস্কো ড্যান্সার মিঠুনের

আরও পড়ুন- এবার সমকামীতার গল্প বলতে আসছেন বাঙালি পরিচালক অনীক, কলকাতায় হল সিনেমা

হৃত্বিকের ভক্তদের কাছে তাঁর নাচ মানেই এক বড় চমক ও উপহার, তা এক চিলতেই হোক না কেন, এবারও ঠিক তেমনটাি ঘটল, হৃত্বিক ভক্তদের কাছে এই একটুকরো সেলিব্রেশনে হৃত্বিকের নাচই যেন ফারহান আখতর বিবাহ ডাইরিতে সব থেকে বড় উপহার। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত হৃত্বিক, ব্যক্তিগত জীবনে লাভ অ্যাঙ্গেল নিয়েও খবরের চর্চায় হৃত্বিক। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia