ফের পিছিয়ে গেল IIFA , কবে থেকে শুরু হচ্ছে 'আইফা অ্যাওয়ার্ড', রইল দিনক্ষণ

একের পর এক তারিখ বদল। কিছুদিন আগেই জানা গিয়েছিল চলতি বছরে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হবে। আইফা অ্যাওয়ার্ডস-এরে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরে জানানো হয় করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।  ফের নতুন দিন ঘোষণা হয়। জানা যায় ২২ তম আইফা অ্যাওয়ার্ডস আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে।  ইতিমধ্যেই সেই দিনও চলে গেছে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির আয়োজকরা ফের নয়া তারিখ ঘোষণা করেছে। নয়া ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২ জুন থেকে তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।
 

Riya Das | Published : May 27, 2022 11:18 AM IST / Updated: May 27 2022, 04:50 PM IST

একের পর এক তারিখ বদল। কিছুদিন আগেই জানা গিয়েছিল চলতি বছরে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হবে। আইফা অ্যাওয়ার্ডস-এরে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরে জানানো হয় করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।  ফের নতুন দিন ঘোষণা হয়। জানা যায় ২২ তম আইফা অ্যাওয়ার্ডস আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে।  ইতিমধ্যেই সেই দিনও চলে গেছে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির আয়োজকরা ফের নয়া তারিখ ঘোষণা করেছে। নয়া ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২ জুন থেকে তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।

এই নিয়ে তিনবার স্থগিত হয়ে গেলই ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ডের সময়সূচী। যদিও এর পিছনে একটি কারণ রয়েছে। আইফা অ্যাওয়ার্ড মে মাসে আবুধাবিতে হওয়ার কথা ছিল । কিন্তু সেই দেশের রাষ্ট্রপতি মারা গিয়েছেন। তাই এই অনুষ্ঠানের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন জুন মাসে এই অনুষ্ঠানটি করার। আগামী মাসের ২ জুন থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড। আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডে হওয়ার কথা ছিল। কিন্তু আরবের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল -এর মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতে ৪০ দিনের শোক পালন করা হচ্ছে। সেই কারণেই আইফা অ্যাওয়ার্ডের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

 

 

তবে আর বেশিদিন দেরি নেই। সম্প্রতি এক প্রেস বিবৃতিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ২ থেকে ৪ জুন পর্যন্ত আবুধাবির ইয়াস আইল্যান্ডে এরিনায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড। নতুন  তারিখ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। ২০২১ সালেও কোভিড মহামারির জন্য আইফা অ্যাওয়ার্ড স্থগিত করা হয়েছিল। সূত্র থেকে জানা গেছে আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড শো-টির সঞ্চালনা করবেন বলিউড তারকা সলমন খান। এছাড়া রীতেশ দেশমুখ, মনীশ পালের মতো অভিনেতারাও থাকেছেন। আইফা অ্যাওয়ার্ডে সেরা পারফরমারদের মধ্যে থাকছেন রণবীর সিং, কার্তিক আরিয়ান, সারা আলি খান, বরুণ ধাওয়ান, নোরা ফতেহি, অনন্যা পান্ডে, দিব্যা খোলসা কুমার। সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি অভিনীত শেরশাহ ছবিটি সেরা গল্প, সেরা অভিনেতা, সেরা পরিচালকের মনোনয়নের মধ্যে একটি। এছাড়াও আইফা অ্যাওয়ার্ড-এ  মনোনীত অনান্য সিনেমাগুলির মধ্যে রয়েছে রণবীর সিং অভিনীত  ৮৩, অনুরাগ বসুর লুডো, থাপ্পড়, তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র।

আরও পড়ুন-স্তন বার করে 'ব্রা'-র উপর জ্যাকেট চাপিয়েই পার্টিতে হাজির মালাইকা, অন্তর্বাস দেখাতেই চরম ট্রোলড

আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন-৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক

Read more Articles on
Share this article
click me!