করোনার প্রকোপ এবার ফ্যাশন দুনিয়ায়, স্থগিত হল আইফা অ্যাওয়ার্ড

Published : Mar 06, 2020, 04:35 PM IST
করোনার প্রকোপ এবার ফ্যাশন দুনিয়ায়, স্থগিত হল আইফা অ্যাওয়ার্ড

সংক্ষিপ্ত

করোনার প্রকোপ এবার ফ্যাশন জগতে স্থগিত করা হল আইফা পুরস্কার পরিবর্তীত তারিখ জানানো হবে কয়েকদিনের মধ্যেই মার্চ মাসের ১১ থেকে ১৫ হওয়ার কথা ছিল এই ফ্যাশন উইক

গোটা বিশ্ব জুরে এখন করোনা আতঙ্কের ছাপ। এখনও পর্যন্ত ভারতের বুকে পাওয়া গিয়েছে ৩১ জনকে যাঁদের শরীরে করোনা ভাইরাস রয়েছে। বেশ কয়েকটি দেশে এখনও তার প্রকোপ না পড়লেও, এখন সতর্কতা জারি সর্বত্র। তেমনই একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সম্প্রতি প্যারিস সফর বাতিল করেছেন দীপিকা পা়ড়ুকোন। প্যারিস ফ্যাসন উইকে থাকছেন না তিনি। 

আরও পড়ুন-প্রচলিত ট্যাবু ভেঙে পাবলিক টয়লেটে মিলবে ন্যাপকিন, নয়া উদ্যোগ ঋতাভরীর

ঠিক এর উল্টো চিত্র দেখা গেল এবার ভারতের বুকে। করোনা ভাইরাস থাবা বসালো ফ্যাশন জগতে। কোনও রকমের বিদেশীদের সঙ্গে যোগাযোগ করা যাবে না। বন্ধ একাধিক জায়গা থেকে যোগাযোগ। এমনই পরিস্থিতিতে বিদেশীদের ভারতে প্রবেশ খানিক রুখতে স্থগিত করে দেওয়া হল লোটাস মেকআপ ইন্ডিয়া ফ্যাশন উইক ও আইফা অ্যাওয়ার্ড। 

আরও পড়ুন-সিনেমার থেকে প্রেমিকের সংখ্যা বেশি, জন্মদিনে প্রকাশ্যে এল জাহ্নবীর আসল চেহারা

আরও পড়ুন-কীভাবে মৃত্যু হয়েছিল অভিনেতা তাপস পালের, প্রশ্ন উঠছে টলিপাড়ায়

সম্প্রতি এই খবর জানিয়েছে ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিল। তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এফডিসিআইয়ের চেয়ারম্যান সুনীল শেট্টি। পাশাপাশি বাতিল করা হয়েছে ভারতীয় ফিল্ম অ্যাকাদেমি পুরস্কার। তবে আইফা বাতিল করা হয়নি। স্থগিত করা হয়েছে কিছুদিনের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘোষণা করা হবে আগামী দিন। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১১ থেকে ১৫ মার্চ। 
 

PREV
click me!

Recommended Stories

দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী
কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে