স্বাধীনতা দিবসে শ্রেয়ার চমক, দেশমাতাকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল 'আপনি মাটি'

Published : Aug 15, 2020, 10:35 AM IST
স্বাধীনতা দিবসে শ্রেয়ার চমক, দেশমাতাকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল 'আপনি মাটি'

সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবসেই নয়া চমক দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল মুক্তি পেল শ্রেয়ার নতুন গান আপনি মাটি দেশমাতাকে শ্রদ্ধা জানাতেই এই গান গেয়েছেন শ্রেয়া শ্রেয়ার মন ভাল করা গান পুরো স্বাধীনতার আমেজটাই যেন বদলে দিয়েছে

ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন। ১৫ আগস্ট। লকডাউন,  করেনা ভাইরাস নিয়েও চলছে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি। যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। এবার স্বাধীনতা দিবসেই নয়া চমক দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। মুক্তি পেল শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'।

আরও পড়ুন-রং-তুলির ক্যানভাসে ফুটে উঠল স্বাধীনতা, গিটারে সুর তুলে মন খুলে বাঁচার অঙ্গীকার নুসরতের...

দেশমাতাকে শ্রদ্ধা জানাতেই এই গান গেয়েছেন শ্রেয়া। গানটির টিজার গতকালই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন স্বনামধন্য গায়িকা।  সেখানেই তিনি জানিয়েছিলেন ১৫ আগস্ট অর্থাৎ আজকের দিনেই সকাল ১০ টায় মুক্তি পাবে তার এই গান। সেই কথামতোই মুক্তি পেল শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'। দেখে নিন ভিডিওতে,

 

 

আরও পড়ুন-'মনের দিক থেকে চিন্তা-ভাবনারা এখনও পরাধীন ', ৭৪ তম স্বাধীনতা দিবসে 'স্বাধীন' ভাবনার ডাক মিমির...

শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'গানটিতে শ্রেয়ার সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। এছাড়াও রয়েছেন সদানন্দ কিরকিরে। পুরো গানটি হিন্দিতেই গেয়েছেন শ্রেয়া ঘোষাল।  একে একটানা লকডাউন, তার উপর স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল শ্রেয়ার মন ভাল করা গান পুরো স্বাধীনতার আমেজটাই যেন বদলে দিয়েছে। গানের মধ্য দিয়েই ফের একবার প্রশংসা কুড়ালেন শ্রেয়া।
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?