
ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন। ১৫ আগস্ট। লকডাউন, করেনা ভাইরাস নিয়েও চলছে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি। যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। এবার স্বাধীনতা দিবসেই নয়া চমক দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। মুক্তি পেল শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'।
আরও পড়ুন-রং-তুলির ক্যানভাসে ফুটে উঠল স্বাধীনতা, গিটারে সুর তুলে মন খুলে বাঁচার অঙ্গীকার নুসরতের...
দেশমাতাকে শ্রদ্ধা জানাতেই এই গান গেয়েছেন শ্রেয়া। গানটির টিজার গতকালই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন স্বনামধন্য গায়িকা। সেখানেই তিনি জানিয়েছিলেন ১৫ আগস্ট অর্থাৎ আজকের দিনেই সকাল ১০ টায় মুক্তি পাবে তার এই গান। সেই কথামতোই মুক্তি পেল শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'। দেখে নিন ভিডিওতে,
শ্রেয়ার নতুন গান 'আপনি মাটি'গানটিতে শ্রেয়ার সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। এছাড়াও রয়েছেন সদানন্দ কিরকিরে। পুরো গানটি হিন্দিতেই গেয়েছেন শ্রেয়া ঘোষাল। একে একটানা লকডাউন, তার উপর স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল শ্রেয়ার মন ভাল করা গান পুরো স্বাধীনতার আমেজটাই যেন বদলে দিয়েছে। গানের মধ্য দিয়েই ফের একবার প্রশংসা কুড়ালেন শ্রেয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।