
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। গান গাইতে বরাবরই ভালবাসেন সলমন খান। নিজের গলায় একাধিক গানও রয়েছেন ভাইজানের ঝুলিতে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে গান গেয়েই গোটা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভাইজান।
'সারে জাঁহা সে আচ্ছা' গান গেয়েই স্বাধীনতা দিবস উদযাপন করলেন সলমন খান। সম্প্রতি সলমনের জামাইবাবু অতুল সোশ্যাল মিডিয়ায় ভাইজানের এই ভিডিওটি শেয়ার করেছেন। সাদা কালো আলোআধারিতেই পুরো গানটি শুট করা হয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুনে নিন সল্লুর গানটি,
ভিডিওটিতে দেশমাতাকে ভক্তি জানিয়ে সুরেলা কন্ঠে বাজিমাত করেছেন ভাইজান। ভিডিওর শেষে সেই চিরপরিচিত স্টাইলে নমস্তে ও সালাম করতেও দেখা গেছে। ভিডিওটি কোথায় শুট করা হয়েছে তা জানা না গেলে পানভেলের ফার্মহাউজেই তিনি যে এই শুটটি সেরেছেন তা স্পষ্ট। লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউসে রয়েছেন সলমন। সেখান থেকেই একের পর ভিডিও শেয়ার করে বিনোদনের রসদ জোগাচ্ছেন ভাইজান।ইতিমধ্যেই লকডাউনে নিজের ফার্ম হাউজ থেকেই তিনটি মিউজিক ভিডিও লঞ্চ করেছে ভাইজানের। আগামী ২০ সেপ্টেম্বর থেকেই বিগ বস ১৪-এর নতুন সিজন শুরু হতে চলেছে। ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। নতুন পর্বের এপিসোড নিয়েও আলোচনা চলছে জোরকদমে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।