Indian Idol Talent: জনপ্রিয় রিয়ালিটি শো-এ সামান্য ভাগ্যের পরিবর্তন, কেউ লন্ডন সফরে, কেউ অন্ধকারে

ইন্ডিয়ান আইডল ১২-র প্রতিযোগী সাওয়াই ভাট। এক সময় তাঁর গান মুগ্ধ করেছিল অমিতাভ নাতনিকে। সেই ব্যক্তির জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারল এই রিয়ালিটি শো! 

সম্প্রতি এমনই খবর তাক লাগালো জন সাধারণকে। ভারতের মত দেশের বুকে কোণে কোণে গুণী ব্যক্তিদের ছড়াছড়ি, খুঁজে দেখছে প্রতিটা এলাকাতেই এমন অনেক ট্যালেন্টের (Talent) খোঁজ মিলবে যাঁরা অর্থের অভাবে বা সঠিক সুযোগের অভাবে নিজের জায়গা করে নেওয়া তো দূরহস্ত, বরং নিজের প্রতিভাকেই সকলের সামনে তুলে ধরতে পারচ্ছেন না। লাখে লাখে একজন হয়তো শত চেষ্টায় পৌঁছে যায় কোনও রিয়ালিটি শো-এর দরজায়। সেখান থেকে শুরু হয় স্বপ্ন দেখা। কিন্তু শো শেষে কি সত্যি সেই স্বপ্ন সকলের জন্য বাস্তব থাকে, নাকি আবারও ফিরে যেতে হয় পুরোনো জীবনে! 

 

Latest Videos

 

সম্প্রতি এমনই প্রশ্ন তুলে ধরল ইন্ডিয়ান আইডল ১২-র (Indian Idol 12) প্রতিযোগী সাওয়াই ভাট (sawai Bhatt)। এক সময় তাঁর গান মুগ্ধ করেছিল অমিতাভ নাতনিকে। সেই ব্যক্তির জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারল এই রিয়ালিটি শো (Reality Show)! নগর জেলার গাছিপুর গ্রামের বাসিন্দা তিনি। এই রিয়ালিটি শো-এ সুযোগ পাওয়ার পর জুটেছিল প্রথম বিদ্যুৎ সংযোগ। আর আগে এখানে আলো পর্যন্ত ছিল না। কিন্তু সেখানেই ইতি। এরপর আর কোনও খবরই নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানানা, এখনও পর্যন্ত নেই তাঁর একটি নিজের মাথা গোঁজার ঠাঁই (House)। নেই কোনও আয়ের নির্দিষ্ট পথ। নিজের সাক্ষাৎকারের (Interview) ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার (Viral Post) করেন তিনি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় হিমেশ রেশমিয়ার (Himesh Reshmia) উদ্দেশ্যে তিনি লেখেন, অনেক ধন্যবাদ তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য। এই মঞ্চে আসতে পেরে তিনি ধন্য। ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। যার ফলে আমি অনেক ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। সকলে এভাবেই ভালোবাসা দিন, আমার নতুন গানকে একটু সাপোর্ট (Support) করুন। সকলে ভালো থাকুন। এখানেই শেষ নয়, এই স্টার নিজের মনের ইচ্ছের কথাও খুলে বলেন, সলমন খানের (Salman Khan) পরবর্তী ছবিতে তিনি গান গাইতে চান। তবে সবটাই এখন সুযোগের অপেক্ষা। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today