রক্তমাখা নয়, বরং ভালবাসায় মজে শিবা-ইশা, মেহেন্দির দিনে প্রকাশ পেল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র নয়া ভিডিও

অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'  ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। শিবা ও ইশার রক্তমাখা ছবি বারবার নজর কেড়েছে ভক্তদের। রিয়েল লাইফের জুটির রোম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এবার সেই আশাও পূরণ হল। রণবীর ও আলিয়ার মেহেন্দি সেরেমনির দিন প্রকাশ্যে এল  'ব্রহ্মাস্ত্র'র নতুন  ভিডিও। যেখানে প্রেমিকা ইশাকে কাছে টেনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিবা। হলুদ রঙের প্রিন্টেড স্কার্ট ও হলুদ রঙের টপ পরে নজর কেড়েছেন আলিয়া ভাট। অন্যদিকে ডেনিম জিন্স, সাদা টি-শার্ট, মেরুণ রঙের শার্টে গলায় মালা পরে দেখা গিয়েছে রণবীরকে। পুষ্প বৃষ্টির মধ্যে ভালবাসায় মজে ছিলেন শিবা ও ইশা।
 

অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'  ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। শিবা ও ইশার রক্তমাখা ছবি বারবার নজর কেড়েছে ভক্তদের। রিয়েল লাইফের জুটির রোম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এবার সেই আশাও পূরণ হল। রণবীর ও আলিয়ার মেহেন্দি সেরেমনির দিন প্রকাশ্যে এল  'ব্রহ্মাস্ত্র'র নতুন  ভিডিও। যেখানে প্রেমিকা ইশাকে কাছে টেনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিবা। হলুদ রঙের প্রিন্টেড স্কার্ট ও হলুদ রঙের টপ পরে নজর কেড়েছেন আলিয়া ভাট। অন্যদিকে ডেনিম জিন্স, সাদা টি-শার্ট, মেরুণ রঙের শার্টে গলায় মালা পরে দেখা গিয়েছে রণবীরকে। পুষ্প বৃষ্টির মধ্যে ভালবাসায় মজে ছিলেন শিবা ও ইশা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় 'ব্রহ্মাস্ত্র'র নয়া ভিডিও শেয়ার করেছেন রণবীর কাপুর। বিয়ের মধ্যে এই ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। একদিকে গাঢ় রোম্যান্স, অন্যদিকে বিয়ের প্রস্তুতি, সব মিলিয়ে চর্চা তুঙ্গে। দিনকয়েক আগেই নয়া লুকে সকলকে চমকে দিয়েছিলেন রালিয়া জুটি। সারা শরীরে গভীর ক্ষত, ঝরছে রক্ত। রণবীরের গাল থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। আকাশ ভেঙে বেরিয়ে আসছে আলো। আলোর রোশনাইয়ের মধ্যে এমন পরিবেশে একে অপরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন রণবীর ও আলিয়া। বিয়ের আগে প্রেমিক যুগলের এই ছবি দেখে যেন সকলেই হতবাক। প্রেমের এই বাধন যে অত সহজে ভাঙার নয়, তা ছবিতেই স্পষ্ট ফুটে উঠেছে। একদিকে চলছে বিয়ের প্রস্তুতি অন্যদিকে গায়ে কাটা দেওয়া এই ছবিকে ঘিরেই শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। 

Latest Videos

 

 

আসলে  'ব্রহ্মাস্ত্র'  ছবির নয়া পোস্টার শেয়ার করেছিলেনন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতেই রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলতে আসছেন। নয়া পোস্টার ঘিরেই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ছবির পোস্টার শেয়ার করে পরিচালক অয়ন লিখেছেন, ভালবাসা হল আলো! প্রথম অধ্যায়-শিবা। এটাই  'ব্রহ্মাস্ত্র'  প্রথম অধ্যায়ের নাম। ব্রহ্মাস্ত্রের মূলমন্ত্রই হল ভালবাসার শক্তি। ভালবাসা যা কিনা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেটা সিনেমার বাইরে, জীবনের ভিতরে। তাই এটা হল আমাদের ভালবাসার পোস্টার।

 

 

শিবা ও ইশার এই প্রেমের পোস্টার শেয়ার করে বিয়ের ইঙ্গিতও দিয়েছেন অয়ন , তিনি লেখেন আজকাল বাতাসে একটু বেশিই প্রেমের গন্ধ। ভাবলাম, এটাই একদম পারফেক্ট সময়। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। শিবের বান্ধবী ইশার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। রণবীর-আলিয়া অভিনীত ছবি  'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে  বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে।

আরও পড়ুন-ঠিকরে বেরোচ্ছে গ্লো, গর্জিয়াস লেহেঙ্গায় রণবীরের বিয়েতে ঋদ্ধিমা-করিনাকে ছাপিয়ে গেলেন নীতু কাপুর

আরও পড়ুন-হাতে মাত্র কয়েকঘন্টা, কোথায়-কখন হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

আরও পড়ুন-কেমন হল রণবীর-আলিয়া মেহেন্দির অনুষ্ঠান, নীতু-ঋদ্ধিমা নাকি সোনি-পূজা, কে দিলেন কাকে টেক্কা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today