ছিঃ ছিঃ! লাজ-লজ্জা বিসর্জন দিয়ে বিকিনি পরে বাবা-মায়ের সামনে কেক কাটছেন ইরা, জুটল নোংরা কটাক্ষ

অভিনয়ে না এসেও শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত আমির কন্যা ইরা খান। গত রবিবার জন্মদিন ছিল ইরা খান। ইরা জন্মদিন উপলক্ষ্যেই আমির খান ও রিনা দত্তকেও দেখা গেল একসঙ্গে। সদ্য পুল পার্টি সেরে কেক কাটতে ব্যস্ত ইরা। পরণে হলুদ রঙের বিকিনি, ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা। মাথার চুল উঁচু করে বাধা, তাতে আটকানো সানগ্লাস।  ইরাকে ঘিরে রয়েছে বাবা আমির খান, মা রিনা দত্ত ও ভাই আজাদ। এই বার্থ-ডে পার্টির ছবি নেটদুনিয়ায় পোস্ট করতেই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। বাবা ও মায়ে সামনে বিকিনিতে ইরাকে দেখেই নোংরা মন্তব্য, সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।
 

অভিনয়ে না এসেও শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত আমির কন্যা ইরা খান। গত রবিবার জন্মদিন ছিল ইরা খান। ইরা জন্মদিন উপলক্ষ্যেই আমির খান ও রিনা দত্তকেও দেখা গেল একসঙ্গে। সদ্য পুল পার্টি সেরে কেক কাটতে ব্যস্ত ইরা। পরণে হলুদ রঙের বিকিনি, ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা। মাথার চুল উঁচু করে বাধা, তাতে আটকানো সানগ্লাস।  ইরাকে ঘিরে রয়েছে বাবা আমির খান, মা রিনা দত্ত ও ভাই আজাদ। এই বার্থ-ডে পার্টির ছবি নেটদুনিয়ায় পোস্ট করতেই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। বাবা ও মায়ে সামনে বিকিনিতে ইরাকে দেখেই নোংরা মন্তব্য, সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।

ইরার জন্মদিনে শুভেচ্ছায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় পাতা। কীভাবে জন্মদিন সেলিব্রেট করছেন আমির কন্যা তা জানতে মুখিয়ে ছিলেন। কিন্তু এহেন ছবি দেখেই ধেয়ে এসেছে বিতর্ক। বাবার সামনে এইভাবে বিকিনি পরে কেক কাটতে দেখেই চরম ট্রোলের শিকার হয়েছেন ইরা খান। পাশে আমির ও আজাদকেও সাঁতারের পোশাকে দেখা গেছে। যদি তাতে কোনও মন্তব্য করেননি সাইবারবাসী। কিন্তু ইরা পোশাক নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। কেন বাবার সামনে এই ধরনের পোশাক পরে ছিলেন তা দেখেই রেগে আগুন হয়েছেন নেটিজেনরা। যদিও ইরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট। বাবার মতোই শিরোনামে থাকতে পছন্দ করেন আমির কন্যা ইরা খান। বলিউডের তিন খানের মধ্যে সবদিক থেকেই  একটু হটকে মি. পারফেকশনিস্ট আমির খান। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। তবে আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের তার মেয়ে ইরা খান । সাদামাটা জীবন বেশি পছন্দের ইরার। তবে একটু বেশিই যেন সাধারণ জীবন পছন্দ করেন ইরা খান। 

Latest Videos

 

 

বছর খানেক আগেও নিজের মানসিক সমস্যায় নিয়ে মুখ খুলেছিলেন আমির খান কন্যা ইরা খান। নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন ইরা। নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন নেটমাধ্যমে। তবে মাঝেমধ্যেই নাকি নিজেকে শেষ করে দিতে চান ইরা। সেই মুহূর্তে ভাল কিছু মাথায় আসে না। তবে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরা। অনেক কষ্টে এই অন্ধকার থেকে নিজেকে টেনে বের করেছিলেন ইরা খান। তবে ফের  আবারও মানসিক অবসাদে ভুগছেন ইরা খান। সারা রাত ঘুম নেই, আতঙ্কে কাটছে রাতের পর রাত। দম বন্ধ হয়ে আছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মানসিক অবসাদের কথা শেয়ার করে নিয়েছিলেন ইরা খান। পাশাপাশি অনুরাগীদেরও প্রশ্ন করলেন তাদেরও এইরকম প্যানিক অ্যাটাক হয় কিনা। তারপর সকলের সঙ্গে এই কথা শেয়ার করেন ইরা খান। আমির কন্যা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে স্নান করলে তিনি মানসিক ভাবে  সুস্থ থাকেন। তাই স্নান করে ভেজা চুলেই ঘরের মধ্যে জামা পরে একটি সেলফি ছবি পোস্ট করেছিলেন এবং তার সঙ্গেই দীর্ঘ একটি পোস্ট করেছিলেন ইরা খান, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে  রীতিমতো হৈ চৈ বি-টাউনে। বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি। বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। ইতিমধ্যেই একটি থিয়েটারও পরিচালনা করেছেন ইরা খান।

 

আরও পড়ুন-বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, পরপুরুষের সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা, রেগে আগুন সাইবারবাসী

আরও পড়ুন-লিভ-ইন সহবাস করেই কি বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া? মুখ খুললেন কেএল রাহুলের প্রেমিকা

আরও পড়ুন- সুডৌল স্তন ঢাকা ফিনফিনে কাপড়ে, দিশার আগুন ঝরানো সেক্সি ফিগারে ঝড় উঠল নেটপাড়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today