গুরুতর চোট পেলেন জাহ্নবী, জিমের বাইরে শ্রী-কন্যা দেখেই উদ্বিগ্ন ফ্যানেরা

জিমের বাইরে প্রায়শই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কখনও পোশাকের কারণে আবার কখনও জিম আউটফিটে নজর কাড়েন জাহ্নবী। এবার জিমের বাইরে স্লিং হাতে ঝুলিয়ে বেরোতে দেখা গেল জাহ্নবীকে। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জাহ্নবীকে দেখা মাত্রই চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই থেমে নেই জাহ্নবী (Janhvi kapoor)। বেশ কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন শ্রীদেবী কন্যা। ফিটনেস নিয়েও যথেষ্ঠ সচেতন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেন বলি নায়িকা। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। সম্প্রতি জিমের বাইরে ধরা দিলেন জাহ্নবী কাপুর, যা দেখা মাত্রই চিন্তা বাড়ছে ভক্তদের।

জিমের বাইরে প্রায়শই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কখনও পোশাকের কারণে আবার কখনও জিম আউটফিটে নজর কাড়েন জাহ্নবী। এবার জিমের বাইরে স্লিং হাতে ঝুলিয়ে বেরোতে দেখা গেল জাহ্নবীকে। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জাহ্নবীকে (Janhvi kapoor)। দেখা মাত্রই চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Latest Videos

 

 

আরও পড়ুন-হুবহু যেন অমৃতা সিং, সারা আলি খানকে 'মায়ের কার্বন কপি' বললেন নেটিজেনরা

আরও পড়ুন-স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

আরও পড়ুন-গায়ে নেই সুতোর লেশমাত্র, সঙ্গমের দৃশ্যে নগ্ন হতে পিছপা হন নি এই বলি তারকারা

 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে,  মুম্বইয়ের জিমের বাইরে হাতে স্লিং ঝুলিয়ে  বেরিয়ে আসছেন জাহ্নবী কাপুর। পরনে জিম ভেস্ট এবং সবুজ রঙের শর্টস পরেছেন জাহ্নবী। খোলা চুলে অভিনেত্রীকে দেখা মাত্রই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে।  নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, এ কী হল, যাই হোক দ্রুত সুস্থ হয়ে ওঠো। অন্য এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন, হে ঈশ্বর ওর আবার কী হল, সঙ্গে আবার কান্নার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি। বলিউডে  শ্রীদেবী কন্যা (Janhvi kapoor)। হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী । মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী কাপুর ।  হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এই মুহূর্তে মিঃ অ্যান্ড মিসেস মাহি-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুরকে (Janhvi kapoor)।। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে।আপকামিং  ছবি 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুর।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury