গাড়ি থামিয়ে পথ শিশুকে খাবার তুলে দিলেন মানবিক জাহ্নবী, ভাইরাল ভিডিও

Published : Oct 31, 2019, 06:17 PM IST
গাড়ি থামিয়ে পথ শিশুকে খাবার তুলে দিলেন মানবিক জাহ্নবী, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

এখন খবরের শিরোনামে জাহ্নবীর নাম গাড়ি থেকে নেমে পথ শিশুর হাতে  খাবার তুলে দিলেন জাহ্নবী সামান্য কিছু অর্থ সাহায্যও করতে দেখা যায় তাকে শুধু জাহ্নবীই নন, সেই তালিকায় রয়েছে স্টারকিড সারা আলি খান

সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে শুধু জাহ্নবীর নাম দেখা যাচ্ছে। সেলেবকন্যা হয়েও শিশুসুলভ, সহজ-সরল, হাসিখুশি  জাহ্নবী সকলের কাছে পরিচিত। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে তার নাম। তবে বেশিরভাগ সময়েই নেটদুনিয়ার ট্রোলের শিকার হয়েই লাইমলাইটে থাকেন তিনি।  তবে এবারের কারণটা বেশ চমকপ্রদ। জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কিন্তু কেন? কী আবার করলেন তিনি এই প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন- কোজাগরী লক্ষী পুজোয় শুভেচ্ছাবার্তা মিমি ও সোহমের...

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে এক পথশিশুর হাতে খাবার তুলে দিচ্ছে জাহ্নবী। মুম্বাইয়ের একটি সাঁলোতে যাচ্ছিলেন জাহ্নবী কাপুর। সেই সময় রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে এক পথ শিশু। এরপর গাড়ি থেকে নেমে কিছু খাবার গাড়ি থেকে বের করে পথশিশুর হাতে তুলে দেয় জাহ্নবী। তারপর ওই শিশুর মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, সামান্য কিছু অর্থ সাহায্যও করতে দেখা যায় তাকে। 

আরও পড়ুন -জন্মদিনের আগে রোমে উড়ে গেলেন ঐশ্বর্য, সঙ্গী অভিষেক ও আরাধ্যা...

 

 

এই প্রথমবারই নয়, এর আগেও জিমে যাওয়ার সময় এক পথ শিশুকে তার কাছে বই বিক্রি করতে চাইলে তখনও তিনি তার হাতে বেশ কিছু অর্থ তুলে দেন। তাও আবার নিজের গাড়ি চালকের থেকে টাকা নিয়ে সেই পথ শিশুকে অর্থ সাহায্য করেন জাহ্নবী। সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রশংসা শুরু করেন নেটিজেনরা। শুধু জাহ্নবীই নন, সেই তালিকায় রয়েছে স্টারকিড সারা আলি খান। রাস্তার মাঝে ভক্তদের সঙ্গে বহুবারই তাকে কথা বলতে দেখা গেছে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?