হেলিকপ্টারে জিৎ! কোথায় চললেন সুপারস্টার

swaralipi dasgupta |  
Published : Jun 16, 2019, 06:43 PM IST
হেলিকপ্টারে জিৎ! কোথায় চললেন সুপারস্টার

সংক্ষিপ্ত

আসন্ন ছবি প্যান্থার নিয়ে ব্যস্ত এখন টলিউড সুপারস্টার জিৎ দুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার ছবির শ্যুটিংও চলছে জোর কদমে আজ রবিবার ছবির শ্যুটিং থেকে দুটি স্টিল ছবি পোস্ট করলেন জিৎ  

আসন্ন ছবি প্যান্থার নিয়ে ব্যস্ত এখন টলিউড সুপারস্টার জিৎ। দুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার। ছবির শ্যুটিংও চলছে জোর কদমে। আজ রবিবার ছবির শ্যুটিং থেকে দুটি স্টিল ছবি পোস্ট করলেন জিৎ। 

ছবিতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টারে বসে রয়েছেন জিৎ। পরে রয়েছেন ক্যামোফ্লেজড প্যান্ট, ব্ল্যাক টি শার্ট ও জ্য়াকেট, আর কালো বুট। চোখে রয়েছে মানানসই সানগ্লাস। জিৎ-এর লুক দেখেই স্পষ্ট যে তাঁকে এই ছবিতে অ্যাকশন হিরোর বেশেই দেখা যাবে। 

 

 

দুদিন আগেই মুক্তি পেয়েছে অংশুমান প্রত্যুষের পরিচালিত ছবি প্যান্থার-এর  প্রথম পোস্টার। এই পোস্টারে দেখা যাচ্ছে সেনার পোশাকে ভারতের পতাকাকে স্যালুট জানাচ্ছেন জিৎ। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যেমেই জিৎ জানান অগস্টে মুক্তি পাচ্ছে ছবিটি। 

প্যান্থার ছবির টিজারও ইনস্টাগ্রামে প্রকাশ করেন জিৎ। এই ভিডিও দেখেই বোঝা যায়, ছবিতে সেনার ভূমিকায় অভিনয় করছেন জিৎ। 

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিৎ-এর ছবি শেষ থেকে শুরু। ছবিটিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। অভিনয় করেছেন । তবে এই প্যান্থার-এ যে একেবারে অন্য অ্যাকশন হিরোর ভূমিকায় তাঁকে দেখা যাবে, তা স্পষ্ট। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে