স্যাফোর ছোট্ট দুটো হাত বারে বারে নড়ে উঠছে। মা যে ঘুম পাড়ানির গান গাইছে। সেও শুয়ে শুয়ে মায়ের সঙ্গে গলা মেলাবার চেষ্টায়। মা, কালকি কেঁকলার সুরে বাংলার ঘুম পাড়ানির গান, খিলখিলিয়ে হেসে উঠছে স্যাফো। মাতৃদিবসে আজ সেরা ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। ঘুম পাড়ানি মাসি পিসি গানটির পরিষ্কার উচ্চারণ, তার সঙ্গে ইউকুলেলের টিউন। মাতৃদিবসে মেয়ে স্যাফোকে দেওয়া কালকির সেরা উপহার।
আরও পড়ুনঃসায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক ভেবে ভুল করল ভক্ত, জবাব দিলেন অভিনেত্রী
মাতৃদিবসে সোশ্যাল মিডিয়া জুড়ে বড় বড় লেখা, মায়ের সঙ্গে কোলাজ করা ছবি, আজকের দিনেই আবার আলাদা করে ক্ষমা চাওয়া, আবদার করা মায়ের কাছে। এই সকল কাজগুলি যেন বছরের পর বছর বেশি একঘেয়ে হয়ে গিয়েছে। এখনকার ভাষায় যাকে বলে ক্লিশে। সেই ক্লিশের দুনিয়ায় এক ভিন্ন আবেগ নিয়ে ধরা দিলেন কালকি এবং স্যাফো।
আরও পড়ুনঃম্যারিটাল স্টেটাস সিঙ্গেল, তাহলে মাতৃদিবসে কে শুভেচ্ছা জানালো দেবলীনাকে
কালকির বাংলা ঘুমা পাড়ানির গান গাওয়াটা কিন্তু মোটেই ইউএসপি নয়। মা-মেয়ের এক পবিত্র, নিষ্পাপ সম্পর্ক যেন চোখে জল এনে দিল হাজার হাজার মানুষের। চারিদিকে মহামারী, করোনায় আজ কতজন আক্রান্ত হল, কতজন প্রাণ হারাল, তার সঙ্গে রেড জোন, গ্রীন জোনের খেলা। এরই মাঝে স্যাফোর খিলখিলানি আর কালকির গান মন ছুঁয়ে গেল।
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল