'Covid' পজিটিভ শ্রুতি হাসান, শীঘ্রই কাজে ফিরবেন বলে আশাবাদী কমল কন্যা

Published : Feb 28, 2022, 11:59 AM ISTUpdated : Feb 28, 2022, 01:37 PM IST
'Covid' পজিটিভ   শ্রুতি হাসান, শীঘ্রই কাজে ফিরবেন বলে আশাবাদী কমল কন্যা

সংক্ষিপ্ত

নতুন বছরের শুরু থেকেই কোভিড আতঙ্ক নিয়ে চারিদিকে ত্রাহি ত্রাহি রব। করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ।  যদিও আগের তুলনায় করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমেছে। ফের  আবারও আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। বলিউডে বেশ কড়া থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। নতুন বছরেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন  বলি অভিনেত্রী তথা কমল হাসান কন্যা শ্রুতি হাসান ( Shruti Haasan  )। গত বছর নভেম্বর মাসেই কোভিড পজিটিভ (Covid 19 Positive) ছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। এবার তার তিন মাসেপ মধ্যে করোনার থাবা বসাল শ্রুতির শরীরে। বলিউডে একের পর এক তারকার কোভিড পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ বাড়ছে। কোভিডে আক্রান্ত হওয়ার পর নিজেই সেই খবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বলি নায়িকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী  শ্রুতি জানিয়েছেন, সমস্ত নিয়মবিধি মানার পরেও আমি করোনায় আক্রান্ত। আমি কোভিড পজিটিভ হয়েছি। তবে এখন সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। খুব তাড়াতাড়ি কাজে ফিরব বলে আশা রাখছি। সকলকে ধন্যবাদ এবং অনেক ভালবাসা। আপাতত  বাড়িতেই আইসোলেশনে রয়েছেন শ্রুতি।


নতুন বছরের শুরু থেকেই কোভিড আতঙ্ক নিয়ে চারিদিকে ত্রাহি ত্রাহি রব। করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ।  যদিও আগের তুলনায় করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমেছে। ফের  আবারও আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। বলিউডে বেশ কড়া থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। নতুন বছরেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন  বলি অভিনেত্রী তথা কমল হাসান কন্যা শ্রুতি হাসান ( Shruti Haasan  )। গত বছর নভেম্বর মাসেই কোভিড পজিটিভ (Covid 19 Positive) ছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। এবার তার তিন মাসেপ মধ্যে করোনার থাবা বসাল শ্রুতির শরীরে। বলিউডে একের পর এক তারকার কোভিড পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ বাড়ছে।

কোভিডে আক্রান্ত হওয়ার পর নিজেই সেই খবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বলি নায়িকা ( Shruti Haasan  )। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী  শ্রুতি জানিয়েছেন, 'সমস্ত নিয়মবিধি মানার পরেও আমি করোনায় আক্রান্ত। আমি কোভিড পজিটিভ হয়েছি। তবে এখন সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। খুব তাড়াতাড়ি কাজে ফিরব বলে আশা রাখছি। সকলকে ধন্যবাদ এবং অনেক ভালবাসা'। আপাতত  বাড়িতেই আইসোলেশনে রয়েছেন শ্রুতি। এবং চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চলছেন কমল কন্যা। অভিনেত্রীর এই পোস্ট দেখে সকল অনুরাগীরাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুধু অভিনয়ে নয়, গানে পারদর্শী শ্রুতির এই পোস্টে বলি পরিচালক তথা প্রযোজক সিদ্ধার্থ মলহোত্রা, সোফি চৌধুরী, নম্রতা শিরোদকার সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

 

আরও পড়ুন-মাত্র ১৮ বছরেই স্তন ইমপ্ল্যান্টস করার পরামর্শ, অষ্টাদশী দীপিকার গোপন সিক্রেট জানলে চমকে যাবেন

আরও পড়ুন-সেক্সি ফিগারকে হার মানাচ্ছে বিগ সাইজ 'নিতম্ব', ট্রোলারদের একহাত নিলেন 'জার্সি' নায়িকা ম্রুনাল ঠাকুর

আরও পড়ুন-নিক-প্রিয়ঙ্কার মেয়ের নাম কী রাখল জানেন, প্রথমবার মুখ খুললেন দিদা মধু চোপড়া

 

কিছুদিন আগে বিতর্কে নাম জড়িয়েছিল কমল কন্যা শ্রুতি হাসানের ( Shruti Haasan  )। দক্ষিণী অভিনেতা ধনুষ এবং রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পরই তার নাম উঠে আসে।  বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শিরোনামে উঠে এসেছিলেন শ্রুতি হাসান। তার জন্যই নাকি ধনুষ ও ঐশ্বর্যর বিয়ে ভাঙতে বসেছিল ২০১২ সালে। এবার দীর্ঘ ১০ বছর পর পুরোনো ঘটনা নিয়ে ফের  জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করার অভিযোগ এনেছিল বৃহন্মুম্বই পুরসভা করিনা-অমৃতারা। করিনাা কাপুর সহ বি-টাউনের একাধিক তারকার কোভিড পজিটিভ হওয়ার পর করণ জোহরের বাড়ির আড্ডাকেই একপ্রকার কোভিডের আখড়া বলে মনে করেছিলেন।  করণ জহরের ঘরোয়া পার্টিতে উপস্থিত হয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ,  সীমা খান, মাহিপ কাপুর, শানায়া কাপুর, অমৃতা আরোরা। অন্যদিকে আবার করোনার থাবা বলিডডের কাপুর পরিবারে। বড়দিনে কখনও বন্ধুদের সঙ্গে কখনও আবার পরিবারের সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন বি-টাউনের সেলেবরা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার কোভিড পজিটিভ হয়েছিলেন বলি অভিনেতা অর্জুন কাপুর ও তার বোন অংশুলা কাপুর। তবে এরা দুই ভাই-বোনই শুধু নয়, অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পরীক্ষা করার পরই রিপোর্ট পজিটিভ আসে অর্জুন কাপুর ও অংশুলা কাপুরের। যদি তারপরেই তারা সেলফ আইসোলেশনে চলে গেছিলেন। এছাড়াও কোভিড পজিটিভ হয়েছিলেন বলিউডের সাকি গার্ল নোরা ফতেহি। বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা  ফতেহি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন কুসু কুসু গার্ল। 


 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে