'আমার ছবিতে অভিনেতা- অভিনেত্রীর প্রয়োজন স্টার নয়' কঙ্গনা রানাউত প্রসঙ্গে মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর

দ্য কাশ্মীরি ফাইলস ছবির চূড়ান্ত সাফল্যের পর থেকেই বিনোদন মহলে চর্চার প্রথম সারিতে এসে পৌঁছেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বলিউডের বিভিন্ন অভিনেতা- অভিনেত্রীরা এই ছবির প্রশংসা ও করেছেন। ট্রেলার মুক্তির পর এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপর থেকেই গুঞ্জন উঠতে শুরু করে যে বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবিতে সম্ভবত কাজ করতে চলেছেন কঙ্গনা। তবে অবশেষে পরিচালকের জবাব যেন বাকরুদ্ধ করেছে সকলকেই। 
 

মুক্তির ২১ দিন পরেও বক্স অফিস কাঁপাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। প্রায় ৩০ বছর আগের কাশ্মীরি পন্ডিতদের (Kashmiri Pandits)  দুর্দশার কাহিনি দেখে হৃদয় ভিজেছে দর্শক মহলের। পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিজেদের দ্যূত হিসাবে দেখতে শুরু করেছেন কাশ্মীরি পন্ডিত পরিবারের সদস্যরা। তাঁদের মতে, 'এতদিন তাঁদের ইতিহাস চেপে রাখা হয়েছিল। তাঁদের হয়ে বলার মত কেউ ছিল না। আজ এই কঠিন সত্যগুলো সকলের সামনে আসায় তাঁরা একটু হলেও মানসিক শান্তি পেয়েছেন।' 

দ্য কাশ্মীর ফাইলসের পর এবার বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি 'দ্য দিল্লি ফাইলস (The Delhi Files)।' বর্তমানে এই ছবির কাজ নিয়েই ব্যস্ত পরিচালক। এদিকে এখন ও দ্য কাশ্মীর ফাইলসের উত্তেজনা কাটিয়ে ওঠেন নি কেউই। ছবির অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও বলিউডের এক বিরাট অংশ এই ছবিকে স্বাগত জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।  অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই ছবিটিকে 'মাস্ট ওয়াচ' বলে উল্লেখ করে সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছিলেন। এরপর থেকেই গুঞ্জন উঠতে শুরু করে যে বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী একটি ছবিতে সম্ভবত দেখা যাবে কঙ্গনাকে। যদিও বিবেক অগ্নিহোত্রীর মন্তব্যে এ কথা স্পষ্ট যে তাঁদের আপাতত একসঙ্গে কাজ করার কোনও পরিকল্পনাই নেই। 

Latest Videos

আরও পড়ুন- ব্রহ্মাস্ত্র মুক্তির আগেই বিরাট ঘোষণা আলিয়ার সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রকাশ্যেই তা জানালেন রণবীর

আরও পড়ুন- 'দক্ষিণে হিন্দি সিনেমা কাজ করে না অথচ বলিউডে দক্ষিণী সিনেমা চলে', অবাক কান্ড! চিন্তার সুর সলমন খানের গলায়

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির

দ্য কাশ্মীর ফাইলসকে গোটা দেশ এমন কি বিশ্বজুড়ে প্রচার করেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আপাতত দিল্লি ফাইলসের কাজ নিয়ে ব্যস্ত থাকলে ও এরপর কী নিয়ে কাজ করবেন সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেন নি তিনি। তবে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোন কোন তারকাদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন বিষয়ে তিনি স্পষ্ট জানান 'আমার ছবিতে তারকাদের প্রয়োজন নেই, অভিনেতা অভিনেত্রীদের প্রয়োজন। ১২ বছর আগে যখন আমি আমার পথ চলা শুরু করেছিলাম তখনই আমি স্থির করেছিলাম যে আমি তারকা  চালিত ছবি বানাবো না। আমি মন থেকে এটা বিশ্বাস করি যে সিনেমা হল লেখক এবং পরিচালকদের একটি মাধ্যম।'

উল্লেখ্য, মুক্তির তৃতীয় সপ্তাহে পৌঁছে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলসের বক্স অফিস কালেকশন প্রায় ৩০০ কোটি টাকা। ছবিতে মুখ্য চরিত্রগুলির মধ্যে রয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার এবং আরও অনেকে। কাশ্মীর যেই স্থান স্বর্গ ভূমি বলেই পরিচিত সেখানে কীভাবে অসংখ্য কাশ্মীরি পন্ডিত পরিবার নারকীয় হত্যালীলার সম্মুখীন হয়েছিল সেই কাহিনীই সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।  
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari