মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে, কঙ্গনা রানাওয়াত-এর মন্তব্য নিয়ে বিতর্ক

Published : Aug 17, 2021, 12:23 PM ISTUpdated : Aug 17, 2021, 12:24 PM IST
মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে, কঙ্গনা রানাওয়াত-এর মন্তব্য নিয়ে বিতর্ক

সংক্ষিপ্ত

আফগানিস্তান নিয়ে কথা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বরাবরই বিতর্কের কেন্দবিন্দুতে অবস্থান করেন তিনি।

গোটা আফগানিস্তান এখন তালিবানদের দখলে। সারা বিশ্বজুড়ে এই নিয়ে তোলপাড় হচ্ছে। ভারতের অনেকই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেক বলিউড তারকাদেরও এই বিষয় নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। এবারে আফগানিস্তান নিয়ে কথা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বরাবরই বিতর্কের কেন্দবিন্দুতে অবস্থান করেন তিনি। যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়েই নিজের মতামত দিয়ে থাকেন এই অভিনেত্রী। এবারেও তাঁর অন্যথা হল না। 

সম্প্রতি আফগানিস্তান নিয়ে কঙ্গনা মন্তব্য করেন, নরেন্দ্র মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে। অভিনেত্রীর এই মন্তব্যে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করতে দেখা যায় কঙ্গনাকে। স্টোরিতে দেখা যাচ্ছে অগুন্তি আফগান মানুষ প্রাণে বাঁচার জন্য বিমানে ওঠার চেষ্টা করছেন। স্টোরিতে অভিনেত্রী জানান, তালিবানদের পুষ্ট করে পাকিস্তান এবং অন্যদিকে আমেরিকা তাদেরকে অস্ত্র দেয়। তালিবানরা এখন ভারতের অনেক সামনে চলে আসেছে। অভিনেত্রীর মতে মোদী না থাকলে ভারতের অবস্থাও একই হত। 

আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন- বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ, স্বল্পাবাসে ত্রিধাকে নোংরা কটুক্তি নেটিজেনদের

নিজের ইনস্টা স্টোরিতে ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন দখল করে নিয়েছেন তালিবানরা। এর পাশাপাশি মাঝ আকাশে বিমানের চাকা থেকে এক আফগানির পড়ে যাওয়ার ভিডিও শেয়ার করেন কঙ্গনা। অভিনেত্রী আরও জানান, আফগানিস্তানের নাগরিকরা প্রাণে বাঁচার জন্য মরিয়া। এই সময় জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে গেচ্ছে। এই ছবি দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে কীভাবে ইসলামিক যাযাবররা বহু বছর আগে সমৃদ্ধশালী ভারত মাতাকে দখল করেছিল।

    

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে