
গোটা আফগানিস্তান এখন তালিবানদের দখলে। সারা বিশ্বজুড়ে এই নিয়ে তোলপাড় হচ্ছে। ভারতের অনেকই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেক বলিউড তারকাদেরও এই বিষয় নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। এবারে আফগানিস্তান নিয়ে কথা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বরাবরই বিতর্কের কেন্দবিন্দুতে অবস্থান করেন তিনি। যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়েই নিজের মতামত দিয়ে থাকেন এই অভিনেত্রী। এবারেও তাঁর অন্যথা হল না।
সম্প্রতি আফগানিস্তান নিয়ে কঙ্গনা মন্তব্য করেন, নরেন্দ্র মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে। অভিনেত্রীর এই মন্তব্যে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করতে দেখা যায় কঙ্গনাকে। স্টোরিতে দেখা যাচ্ছে অগুন্তি আফগান মানুষ প্রাণে বাঁচার জন্য বিমানে ওঠার চেষ্টা করছেন। স্টোরিতে অভিনেত্রী জানান, তালিবানদের পুষ্ট করে পাকিস্তান এবং অন্যদিকে আমেরিকা তাদেরকে অস্ত্র দেয়। তালিবানরা এখন ভারতের অনেক সামনে চলে আসেছে। অভিনেত্রীর মতে মোদী না থাকলে ভারতের অবস্থাও একই হত।
আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের
নিজের ইনস্টা স্টোরিতে ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন দখল করে নিয়েছেন তালিবানরা। এর পাশাপাশি মাঝ আকাশে বিমানের চাকা থেকে এক আফগানির পড়ে যাওয়ার ভিডিও শেয়ার করেন কঙ্গনা। অভিনেত্রী আরও জানান, আফগানিস্তানের নাগরিকরা প্রাণে বাঁচার জন্য মরিয়া। এই সময় জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে গেচ্ছে। এই ছবি দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে কীভাবে ইসলামিক যাযাবররা বহু বছর আগে সমৃদ্ধশালী ভারত মাতাকে দখল করেছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।