ড্রাগের নেশায় আসক্ত 'রণবীর-ভিকি-অয়ন', রক্তের নমুনা সংগ্রহ করে মাদক পরীক্ষার দাবি কঙ্গনার

  • আবারও বলিউডের একাংশকে টুইটে তোপ দাগলেন কঙ্গনা
  •  রণবীর, ভিকি এরা  সকলেই নিষিদ্ধ মাদক কোকেইন-এর নেশায় আসক্ত
  • প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে মাদক পরীক্ষার দাবি তুললেন কঙ্গনা
  • বলিউডের ৯৯ শতাংশ অভিনেতাই মাদকের নেশায় আসক্ত

সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তিনিই প্রথম সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন। তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। সুশান্তের মৃত্যুর তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা।  টুইটে  তিনি দাবি করেছিলেন, বলিউডে যদি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হানা দেন তাহলে নাকি প্রথমসারির বহু তারকাই জেলে থাকবে।সুশান্তের মৃত্যুর কেন্দ্রবিন্দুতে থাকা কঙ্গনা আরও জানিয়েছেন, যদি রক্ত পরীক্ষা করা হয় তাহলে আরও ভয়ানক তথ্য সামনে আসবে।  আবারও বলিউডের একাংশকে টুইটে তোপ দাগলেন কঙ্গনা।

বি-টাউনের প্রথম সারির অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, পরিচালক অয়ন মুখোপাধ্যায় সহ আর অনেক তারকাদের মাদক পরীক্ষার দাবি তুললেন কঙ্গনা রানাউত। সম্প্রতি  টুইটে কঙ্গনা জানিয়েছেন,  রণবীর, ভিকি এরা  সকলেই নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এর নেশায় আসক্ত।  দেখে নিন টুইটটি,

Latest Videos

 

 

টুইটে থেমে থাকেননি কঙ্গনা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করেছেন অভিনেত্রী জানিয়েছেন, 'আমার একান্ত অনুরোধ রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল এদের প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করা হোক মাদক পরীক্ষার জন্য। নিষিদ্ধ মাদকে আসক্ত বলিউডের একাংশ। এই বিষয়টি এবার সামনে আসা দরকার।  এই তারাকারা যদি আগামীর যুবদের কাছে অনুপ্রেরণা হয়, তবে তারা নিজেদের স্বচ্ছ প্রমাণ করুক।' মুহূর্তের মধ্যে কঙ্গনার এই টুইট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।এছাড়াও  কঙ্গনা আরও জানিয়েছেন, বলিউডের ৯৯ শতাংশ অভিনেতাই মাদকের নেশায় আসক্ত। অনেকেই গোটা যৌবন মাদকের নেশা করেছেন। কেউ বার্ধক্যজনিত কারণে আবার কেউ অন্য কারণে এই নেশা ছেড়েছেন। সুশান্তের মৃত্যু তদন্তে রিয়াকে নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, সেই সময়েই সামনে এল বিস্ফোরক তথ্য। কিছুদিন আগেই বড়সড় মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে রিয়ার, খোঁজ পেয়েছে ইডি। গতকালই রিয়ার ভাই সৌভিকের ঘনিষ্ঠ ২ মাদক পাঁচারকারীদের ধরেছে এনসিবি। 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Suvendu Adhikari Live: শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি