চিনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতীয় জওয়ানদের উপর চিনের নৃশংস হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা। গত ১৫ জুন পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে গালওয়ান ভ্যালিতে চিনা বাহিনীর হামলায় শহিদ হয়েছেন ভারতের ২০ জন বীর সেনা। এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর খবরে গোটা দেশই শোকাহত। এবার সেই সংঘর্ষ নিয়েই মুখ খুললেন কঙ্গনা।
আরও পড়ুন-টুবলু থেকে পঞ্চমের যাত্রাপথ, কেমন ছিল সুরের জাদুকরের সেই সফরনামা...
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই চিনা পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন কঙ্গনা। এর পাশাপাশি সকলকে দেশের পাশে থাকারও আর্জি জানিয়েছেন এবং চিনা পণ্য বয়কটের দাবি তুলেছেন। দেখে নিন কঙ্গনার ভিডিওটি।
ভিডিওটিতে কঙ্গনা জানিয়েছেন. লাদাখ যেভাবে ভারতের জমি দখল করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে দেশের সবাইকে এবার গর্জে উঠতে হবে। একজোট হয়ে ভারতীয় সেনার পাশে দাঁড়াতে হবে। চিনের যে সমস্ত কোম্পানী ভারতে ব্যবসা ফেঁদে বসেছে তার সব কিছু বর্জন করতে হবে। দেশরক্ষায় নিজেদের আত্মবলিদানের জন্য বীর জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন কঙ্গনা। পাশাপাশি গভীর শোক প্রকাশ করে লাদাখে কর্তব্যপালনে তাদের এই আত্মত্যাগ চিরকাল অমলিন থাকবে বলেও জানিয়েছন কঙ্গনা। শুধু লাদাখই নয়, একের পর এক প্রতিবাদে সুর চড়িয়েছেন কঙ্গনা। সম্প্রতি ফেয়ার অ্যান্ড লাভলি-র রিব্র্যান্ডিং নিয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। ২০১৫ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতেও অস্বীকার করেছিলেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।