ডেয়ার ডেভিল রিয়েলটি শো-র সঞ্চালনায় বলিউডের ফিয়ারলেস স্টার কঙ্গনা রাণাওয়াত

টিএল বালাজি ও এমএক্স প্লেয়ারের তরফে ঘোষণা করা হল নতুন রিয়েলটি শো-র কথা। উত্তেজনার পারদ চড়াতে রিয়েলটি শো লাভারদের জন্য আসছে Lock Upp: Badass Jail, Atyaachari Khel ।   শো-য়ের সঞ্চালনা করবেন ক্যুইন কঙ্গনা। 

রিয়েলটি শোয়ের (Realty Show) জ্বরে কাবু জেন ওয়াই থেকে মাঝ বয়সী, এমনকি অনেক সিনিয়র সিনিয়র সিটিজেনরাও রিয়েলটি শো-য়ের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। বিগ বস সিজন ১৫-এর রেশ এখনও কাটেনি, তার মাঝেই আরও একটি রিয়েলটি শো-র (Realty Show) ঘোষণা করা করা হল এটিএল বালাজি ও এমএক্স প্লেয়ারের  (MX Player)তরফে। রিয়েলটি শো মানেই সেখানে টানটান উত্তেজনা আর টিআরপি-র খেলা। তবে এবার রিয়েলটি শো লাভারদের জন্য যে ধরনের শো-য়ের কথা এটিএল বালাজি ও এমএক্স প্লেয়ারের তরফে ঘোষণা করা হল তার পরতে পরতে রয়েছে চরম উত্তেজনা। এই ধরনের শো ভারতের ইতিহাসে প্রথম, এমনটাও বলা হয়েছে এই সংস্থার তরফে। উত্তেজনার পারদ চড়াতে রিয়েলটি শো লাভারদের জন্য আসছে Lock Upp: Badass Jail, Atyaachari Khel ।  

শোয়ের নাম থেকেই স্পষ্ট যে বেশ ডেয়ার ডেভইল শো হতে চলেছে এটি। এই রকম ডেয়ার ডেভিল শো-র পরিচালনাতেও তো একটা অ্যাডভেঞ্চার ফিলিংস থাকা অত্যন্ত প্রয়োজন। না হলে তো ব্যাপারটা ঠিক জমবে না, তাই না...আর ঠিক সেই কারনেই এই শো-র মঞ্চে দেখা যাবে বলিউডের ফিয়ারলেস স্টার কঙ্গনা রাণাওয়াতকে (Kangna Ranawat)। বলিউডের ক্যুইন কঙ্গনা যে কোনও রকম ভয়-ভীতির তোয়াক্কা না করেই নিজের মত পোষণ করেন আবার বিতর্কেও জড়ান সেটা আজ কারোরই অজানা নয়। তাই Lock Upp: Badass Jail, Atyaachari Khel-র ম়ঞ্চে সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলিউডের ঝাঁসির রানি। প্রসঙ্গত, এই শো-য়ের হাত ধরে সঞ্চালক হিসাবে ছোট পর্দার দর্শকের সামনে নতুন ভূমকায় হাজির হবেন ক্যুইন কঙ্গনা। সব কিছু ঠিক থাকলে ২৬ তারিখ থেকেই কিন্তু চোখ রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)। 

Latest Videos

আরও পড়ুন-কঙ্গনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনিল কাপুর এ কোন নয়া গুঞ্জনে মাতল বিটাউন

আরও পড়ুন-Kangana Ranaut: কৃষকদের ঘেরাওয়ের মুখে কঙ্গনা, বলি অভিনেত্রী বললেন 'মরেই যেতাম'

আরও পড়ুন-Kangana Ranaut: সোশ্যাল মিডিয়ায় নিজেকে দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা বলে দাবি কঙ্গনার

বলিউডের মোট ১৬ জন বিতর্কিত ১৬ জন সেলেবকে একটি লকারে একমাসের জন্য বন্দি করে দেওয়া হবে। কেড়ে নেওয়া হবে তাঁদের সমস্ত সুযোগ সুবিধাও। বি-টাউনে জোর ফিসফাস, আমেরিকার রিয়ালিটি শো Temptation Island-এর আদলেই নাকি তৈরি করা হয়েছে এই শো-এর ফর্ম্যাট। ৮ থেকে ১০ সপ্তাহ জুড়ে চলবে Lock Upp: Badass Jail, Atyaachari Khel ।  জেলের ভিতরে থেকেও সেলিব্রটিরা কীভাবে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের উত্তেজনার পারদকে বাড়িয়ে তোলে সেটাই এই রিয়েলটি শো-য়ের মূলমন্ত্র। সঙ্গে দোসর কঙ্গনা রাণাওয়াতের মত একজন ডেয়ারিং সেলেব সঞ্চালক। দুইয়ের মিশেলে ছোট পর্দার দর্শকদের মনোরঞ্জনের জন্য আসছে একেবারে ভিন্নস্বাদের নতুন রিয়েলটি শো Lock Upp: Badass Jail, Atyaachari Khel । 

এটিএল বালাজি ও এমএক্স প্লেয়ারের দুই কর্ণধার যথাক্রমে একতা কাপুর ও করণ বেদী সাংবাদিক বৈঠকে বলেন, এই ধরেনর শো ভারতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে। সেই সঙ্গে কঙ্গনা রাণাওয়াত প্রসঙ্গ টেনে দুজনেই বলেন, তাঁর মত একজন সঞ্চালক যখন শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সেখানে শো-য়ের জনপ্রিয়তা বাড়বে বলে আশাবাদী তাঁরা। অন্যদিকে শো-য়ের কনসেপ্ট নিয়ে যেমন একদিকে যেমন উত্তেজিত সঞ্চলক কঙ্গনা রাণাওয়াত তেমনই আবার বলেছেন, এই ধরনের শো-য়ের আইডিয়া সত্যিই ইউনিক ও অসাধারণ হলেও প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে একতা কাপুরকে ধন্য়বাদ জানাতেও ভোলেননি ক্যুইন কঙ্গনা। 


 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন