সইফ আলি খান চুল কেটে দিচ্ছে তৈমুরের। সেই ছবি পোস্ট করেছেন করিনা। সেই নিয়ে শোরগোল নেটদুনিয়ায়। ছবিতে কমেন্ট করেছেন করিশ্মা কাপুরও। 'আপনাদের মনুষত্য বলে কিছু নেই', লিখে একের পর এক নেটিজেনরা কমেন্ট করে চলেছে। করিশ্মার কমেন্টেও আলাদা করে মন্তব্য করেছে সাইবারবাসী।
আরও পড়ুনঃইমরানের ছেলে ক্যান্সার সারভাইভার, ঋষি কাপুর জিজ্ঞেস করতেন, 'কেমন আছে ছেলে'
'দুদিন আগেই আপনাদের কাকা প্রয়াত হয়েছেন। এরই মধ্যে আপনারা মজার পোস্ট করে বেড়াচ্ছেন। ইমোশন বলে কিছুই নেই দেখছি তারকাদের মধ্যে', এভাবেই সমালোচনার শিকার হচ্ছেন করিনা। প্রসঙ্গত, ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা।
আরও পড়ুনঃসুতাপার চিঠির পর এবার ছোট ছেলে অয়নের আবেগভরা পোস্ট, ইরফানের সঙ্গে আর স্কুটারে ঘোরা হল না
সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ