সহবাসের পরই কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা? সইফ ঘরনির গোপন তথ্য জানলে চমকে যাবেন

Published : Jul 27, 2022, 05:24 PM IST
সহবাসের পরই কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা? সইফ ঘরনির গোপন তথ্য জানলে চমকে যাবেন

সংক্ষিপ্ত

সম্প্রতি করিনার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে করণের ব়্যাপিড ফায়ার রাউন্ডে রীতিমতো আগুন জ্বালিয়েছিলেন করিনা। করণ জোহর করিনাকে প্রশ্ন করেছিল, যদি তুমি কখন এমন একটা চরিত্র পাও যেখানে তুমি অনেকটাই ছোট হলে বয়সে বড় লোকের প্রেমে পড়েছ, তুমি কি এই চরিত্রটা করবে। করণের প্রশ্নের সটান জবাবে করিনা জানিয়েছিলেন একদম নয়। আমি কোনও বয়স্ক লোকের প্রেমে পড়তে চাই না। কিন্তু ২ সন্তানের বাবা, বয়সে ১০ বছরের বড় সইফ আলি খানের প্রেমেই পড়েছিলেন করিনা। 

বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও  করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। ওমকারা ছবিতে একসঙ্গে কাজ  করলেও তাদের সম্পর্ক অতটাও ভাল ছিল না। টশন ছবির সেটে প্রেমের শুরু। দুজনের সম্পর্কের ব্যবধানও প্রায় ১০ বছর। একসময় বয়সে বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স না পসন্দ ছিল করিনার, কিন্তু বাস্তবে সেই বয়স্ক মনের মানুষই আজ করিনার জীবনসঙ্গী। 

সম্প্রতি করিনার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে করণের ব়্যাপিড ফায়ার রাউন্ডে রীতিমতো আগুন জ্বালিয়েছিলেন করিনা। করণ জোহর করিনাকে প্রশ্ন করেছিল, যদি তুমি কখন এমন একটা চরিত্র পাও যেখানে তুমি অনেকটাই ছোট হলে বয়সে বড় লোকের প্রেমে পড়েছ, তুমি কি এই চরিত্রটা করবে। করণের প্রশ্নের সটান জবাবে করিনা জানিয়েছিলেন একদম নয়। আমি কোনও বয়স্ক লোকের প্রেমে পড়তে চাই না। কিন্তু ২ সন্তানের বাবা, বয়সে ১০ বছরের বড় সইফ আলি খানের প্রেমেই পড়েছিলেন করিনা। দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় ২০১২ সালে।  তারপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করছেন নবাব কাপল করিনা-সইফ। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা। 

 

 

বর্তমানে ২ ছেলেকে নিয়ে সুখের সংসার সইফিনারা। বর্তমানে ৩ থেকে ৪ সইফিনা। কিছুদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কাপুর। আপাতত তৈমুর ও ছোট পুত্র জেহকে নিয়ে সুখের সংসার করিনা কাপুর ও সইফ আলি খানের। এর মধ্যে শোনা যাচ্ছে,তৃতীয় বারের জন্য নাকি মা হতে চলেছেন করিনা কাপুর খান। কয়েকদিন ধরেই এই খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে কি পতৌদি পরিবারে ফের নতুন সদস্য আসতে চলেছে। একটি ছবিকে কেন্দ্র করেই জল্পনার সূত্রপাত। আর প্রেগন্যান্সি নিয়ে একবার চর্চা শুরু হলে তা যেন থামতেই চায় না। তার উপর করিনা কাপুরের মতো সেলিব্রিটির প্রেগন্যান্সির খবর তা নিয়ে সমালোচনা চলতেই থাকে। ইংল্যান্ড সফর থেকে দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে  একের পর এক ছবি শেয়ার করেছিলেন করিনা। নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি থেকে ছেলেদের সঙ্গে সময় কাটানো-সব ছবিই শেয়ার করেছিলেন। সেখান থেকেই একটি ছবিকে কেন্দ্র করে প্রেগন্যান্সি নিয়ে চর্চা শুরু হয়েছে। অবশেষে জল্পনায় জল ঢাললেন করিনা কাপুর। গত বুধবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা কাপুর লেখেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত থাকুন, আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সইফ বলছে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান। কোনওমতেই যে মা হচ্ছেন না করিনা, তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের। বিদেশে ছুটি কাটিয়ে আপাতত কাজ নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয় খুব শীঘ্রই ওটিটি-তেও পা রাখতে চলেছেন করিনা কাপুর খান।  এছাড়াও চলতি বছরের আগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে করিনার আপকামিং ছবি লাল সিং চাড্ডা। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত