হীরের চেয়েও মূল্যবান উপহার পেলেন করিনা, ছবি দেখলে চমকে যাবেন

Published : Apr 05, 2020, 10:17 PM ISTUpdated : Apr 05, 2020, 11:06 PM IST
হীরের চেয়েও মূল্যবান উপহার পেলেন করিনা, ছবি দেখলে চমকে যাবেন

সংক্ষিপ্ত

করিনা কাপুরের জীবনে পাওয়া সেরা উপহার। এই দামী উপহার তাঁকে দিয়েছে তৈমুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিনা।  

লকডাউনে সেলেব্রিটিদের নান রূপ প্রকাশ্যে আসছে। নিত্যদিন ইন্টারেস্টিং কিছু না কিছু পোস্ট করে ভক্তদের বিনোদন জুগিয়ে চলেছেন তাঁরা। বলিউড তারকারা নিজের ভক্তদের কেবল বিনোদনই নয়, টিপস দিচ্ছেন সুস্থ থাকার বিষয়ও। এছাড়াও কেউ বাড়ির কাজ করছেন, তো কেউ মজার ভিডিও বানাচ্ছেন আবার কেউ বাহারি রান্না করে পোস্ট করছেন। এরই মধ্যে করিনা কাপুর আবেগে ভরা একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। 

আরও পড়ুনঃমিমিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার চেষ্টায় অঙ্কুশ, মেক আপ নিয়ে ঠাট্টা করলেন অভিনেতা

আরও পড়ুনঃ'রাত ৯টায় প্রদীপ জ্বালিয়ে প্রমাণ করুন আমরা সবাই এক', মোদির সমর্থনে মনে করালেন ঋতুপর্ণা

লকডাউনের মাঝে সবচেয়ে দামী উপহার পেলেন তিনি। তা আবার তৈমুরের দেওয়া। যার ছবি শেয়ার করেছেন করিনা। উপহারটি হল পাস্তা দিয়ে বানানো একটি নেকলেস। ছোট্ট হাতে তৈরি এই নেকলেস যেকোনও হীরে, প্ল্যাটিনামের চেয়েও করিনার কাছে বেশি দামী। স্বযত্নে তো রেখে দেবেনই, তবে এমন উপহার সকলের সঙ্গে শেয়ার না করে নিলে কি চলে।

আরও পড়ুনঃ'বাগবান' ছবির রিমেক করতে চান কার্তিক আরিয়ান, শ্যুটিং করবেন চীনে

তৈমুরের দেওয়া এই নেকলেস তিনি পরে ছবিটি তুলেছেন। ভক্তরা ছবিটি দেখে বেশ প্রশংসাও করেছেন। তৈমুর যে এই ছোট বয়সেই বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ শিখছে তা সত্যি প্রশংসনীয়। তৈমুরের প্রশংসার পাশাপাশি করিনার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তৈমুরকে এই ধরনের কাজে করিনা তাকে উৎসাহ যোগান তাতে খুশি হয়েছে সাাইবারবাসীরা।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও
'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের