তিলোত্তমায় হাজির করিশ্মা, বাওয়ালি রাজবাড়িতে কী করছেন বলিউডের হট ডিভা

দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের বলিউডে ফিরেছেন করিশ্মা কাপুর। একসময়ে বলিউডের পর্দাকাঁপানো প্রথম সারির অভিনেত্রী করিশ্মা কাপুর এবার পা রাখলেন বাংলায়। একদিকে করিনা  কাপুর ছবির শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে রয়েছেন। অন্যদিকে করিশ্মা কাপুর হাজির হয়েছেন তিলোত্তমায়। তবে অনেকের প্রশ্ন কলকাতায় কী করছেন করিশ্মা কাপুর। ছবির শুটিংয়ের জন্যই বাওয়ালি রাজবাড়িতে হাজির হয়েছেন  করিশ্মা কাপুর। পরিচালক অভিনয় দেও-র পরিচালিত  'ব্রাউন'-এ দেখা যাবে করিশ্মা কাপুরকে। এবং  শুটিংয়ের জন্যই তিলোত্তমায় হাজির হয়েছেন করিশ্মা কাপুর। এই সিরিজটিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে করিশ্মাকে। 

রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে করিশ্মা কাপুরকে নিয়ে  চর্চা সর্বদাই তুঙ্গে।  বিশেষ করে ভাই রণবীরের বিয়ের পর থেকেই তার নিয়ে চর্চার শেষ নেই। রণবীরের বিয়ের পরই নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন করিশ্মা কাপুর, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।  করিশ্মার উপর কলিরা পড়তেই উত্তেজিত হয়ে পড়েন সকলে। তারপর থেকেই করিশ্মার বিয়ে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে কি সত্যিই দীর্ঘদিন বাদে নিজের সিদ্ধান্ত বদল করতে চলেছেন করিশ্মা কাপুর। যদিও এর ,কোনও উত্তর মেলেনি। বিয়ে নিয়ে মুখ খোলেননি করিশ্মা কাপুর। কলিরার সঙ্গে বিয়ের কী সম্পর্ক? পঞ্জাবি বিয়েতে কনের হাতে চূড়ার সঙ্গে যে সোনালি ঝুমকোর মতো গয়নাকেই বলা হয় কলিরা। প্রথা অনুযায়ী কনে হাত ঝেড়ে সেই কলিরা হাত থেকে ফেলে দেন। সেই গয়না  যেই মেয়ের হাতে গিয়ে পড়ে মনে করা হয় এবার তারই বিয়ের পালা। যেটা করিশ্মার সঙ্গে ঘটেছে। পঞ্জাবি বিয়ের ধারণা মতে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন করিশ্মা কাপুর। আর নতুন জীবন শুরু করার আনন্দেই কি লাফিয়ে উঠেছিলেন করিশ্মা। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বলিপাড়ার অন্দরে। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট করিশ্মা কাপুর।

দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের বলিউডে ফিরেছেন করিশ্মা কাপুর। একসময়ে বলিউডের পর্দাকাঁপানো প্রথম সারির অভিনেত্রী করিশ্মা কাপুর এবার পা রাখলেন বাংলায়। একদিকে করিনা  কাপুর ছবির শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে রয়েছেন। অন্যদিকে করিশ্মা কাপুর হাজির হয়েছেন তিলোত্তমায়। তবে অনেকের প্রশ্ন কলকাতায় কী করছেন করিশ্মা কাপুর। ছবির শুটিংয়ের জন্যই বাওয়ালি রাজবাড়িতে হাজির হয়েছেন  করিশ্মা কাপুর। পরিচালক অভিনয় দেও-র পরিচালিত  'ব্রাউন'-এ দেখা যাবে করিশ্মা কাপুরকে। এবং  শুটিংয়ের জন্যই তিলোত্তমায় হাজির হয়েছেন করিশ্মা কাপুর। এই সিরিজটিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে করিশ্মাকে। 

Latest Videos

 

 

সূত্রের খবর 'ব্রাউন'-এ দেখা যাবে বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত ও খরাজ মুখোপাধ্যায়কে।'ব্রাউন'-এ নিজের চরিত্র নিয়ে করিশ্মা কাপুর জানিয়েছিলেন, এই সিরিজটিতে ভীষণই জটিল একটা মানসিকতা রয়েছে। যে কোনও অভিনেতার কাছেই এই কাজ যেমন আকর্ষক ঠিক ততটাই চ্যালেঞ্জিং। আপাতত বাওয়ালি রাজবাড়িতেই চলছে  'ব্রাউন'-এর শুটিং।  সূত্রের খবর বেশ কিছুদিনই কলকাতায় থাকতে চলেছেন করিশ্মা কাপুর। শুধু তাই নয়, করিশ্মার কলকাতা শিডিউল বেশ দীর্ঘ। শহরের আরও অনেক জায়গাতে হবে শুটিং। কলকাতার বেশ কিছু আইকনিক জায়গাতেই 'ব্রাউন'-এর শুটিং করবেন বলি নায়িকা। অভীক বড়ুয়ার লেখা সিটি অব ডেথ-অবলম্বনেই এই সিরিজের গল্প। বাংলা সফরে করিশ্মাকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

আরও পড়ুন-ঝিনুক দিয়ে ঢাকা সুডৌল স্তন, ফিনফিনে ওড়নায় মোড়া নিতম্ব, অর্ধনগ্ন শরীরে আগুন জ্বালালেন উরফি

আরও পড়ুন-নোংরা কেচ্ছায় জড়িত জ্যাকলিন, ১৫ দিনের জন্য যেতে চান দেশের বাইরে, মিলবে কি অনুমতি?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের