বড় সাফল্যের মুখ দেখছে কাশ্মীর ফাইলস, শীঘ্রই বিবেকের নতুন ছবিতে দেখা যেতে পারে কঙ্গনাকে

Published : Mar 20, 2022, 07:40 AM IST
বড় সাফল্যের মুখ দেখছে কাশ্মীর ফাইলস, শীঘ্রই বিবেকের নতুন ছবিতে দেখা যেতে পারে কঙ্গনাকে

সংক্ষিপ্ত

মুক্তির পর মাত্র ১০ দিনেই আয়ের নিরিখে একাধিক বড় রেকর্ড করে ফেলেছে এই সিনেমা। অল্প বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। ছবিটি এখন পর্যন্ত ১২০ কোটির বেশি আয় করেছে।  

মুক্তির পর থেকেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files) নিয়ে গোটা দেশজুড়েই চলছে তুমুল চর্চা। এমনকি দানা বেঁধেছে বিতর্কও। এদিকে মুক্তির পর মাত্র ১০ দিনেই আয়ের নিরিখে একাধিক বড় রেকর্ড করে ফেলেছে এই সিনেমা। অল্প বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। ছবিটি এখন পর্যন্ত ১২০ কোটির বেশি আয় করেছে। ছবিটি একাধারে যেমন দর্শকদের পছন্দ হচ্ছে, তেমনই বলিউডের অনেক তারকাও ছবিটির প্রশংসা করেছেন। ইতিমধ্যেই বিখ্যাত তথা বিতর্কিত বলিউড তারকা কঙ্গনা রানাউত(Kangna Ranaut) সরাসরি এই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। ছবিটি দেখার পর তাঁকে পরিচালক বিবেক অগ্নিহোত্রীরও প্রশংসা করতে দেখা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, কঙ্গনা শীঘ্রই বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে নতুন প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। যা নিয়ে নানা জল্পানা ভেসে বেড়াচ্ছে বলিউডের আনাচে কানাচে। 

সূত্রের খবর, কাশ্মীর ফাইলস হিট হওয়ার পরে কঙ্গনা এবং বিবেক শীঘ্রই একটি বড় প্রকল্পের জন্য হাত মেলাতে পারেন। ইতিমধ্যেই নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।সূত্রের খবর, বিবেক তাঁর নতুন ছবির জন্য কঙ্গনার সাথে যোগাযোগ করেছেন। এ নিয়ে দু’জনে বহুবার দেখাও করেছেন বলে জানা গেছে। দ্য কাশ্মীর ফাইলস-এর সাফল্যের পরে, বিবেক আজকাল অনেকগুলি আইডিয়া নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। যা  নিয়ে সিনে ঝগতে এর আগে বিশেষ কাজ হয়নি। শীঘ্রই কোনও একটি নতুন বিষয়ের উপর ছবি তৈরির ঘোষণা করতে পারেন তিনি। এই ছবিতেই কঙ্গনাকে কাস্ট করতে চান বিবেক। খবর এমনটাই। তবে এই প্রকল্পের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন- কেন দেরিতে হোলির শুভেচ্ছা জানালেন দীপিকা, নিজেই ফাঁস করলেন রহস্য

আরও পড়ুন- কাশ্মীর ফাইলসের সমর্থনে সুর চড়ালেন উরফি, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে দিলেন পোস্ট

এদিকে দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর, কঙ্গনা প্রকাশ্যে ছবিটিকে সমর্থন করেছিলেন। ছবিটি নির্মাণের জন্য বিবেক অগ্নিহোত্রীকে অভিনন্দনও জানিয়েছেন কঙ্গনা। পুরো টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত পাপ এই ছবি ধুয়ে দিয়েছে। বিবেকের পুরো টিম একসাথে বলিউডের সমস্ত পাপ ধুয়ে দিয়েছে। এই মন্তব্য করার সময় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেককেই প্রকাশ্যে তিরস্কারও করেন তিনি। কঙ্গনার দাবি ছবিটি সত্যিই প্রশংসনীয়। তাঁর আরও দাবি যারা ইন্ডাস্ট্রিতে ইঁদুরের মতো লুকিয়ে আছেন, তাদের উচিত বেরিয়ে এসে এই ছবির প্রচার করা। তাঁর এই বক্তব্য নিয়ে বিতর্কও তৈরি হয়ে। তবে সেসব বিতর্ককে বিশেষ পাত্তা দিতে দেখা যায়নি এই গেরুয়া মুখী অভিনেত্রীকে। 

আরও পড়ুন- ফাগুনে রেঙে আগুন ঝরাচ্ছেন যে সমস্ত অভিনেত্রীরা, একনজরে টলিউডের দোল উদযাপন

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?