বলিউড ছেড়ে হলিউডে, 'ছপাক'-এর ট্রেলারে প্রশংসিত দীপিকা

  • বলিউডের পাশাপাশি হলিউডে সমান ভাবে প্রশংসা কেড়েছে দীপিকা
  • এই ট্রেলার দেখে রীতিমতো আপ্লুত ব্রিটিশ অ্যাক্টিভিস্ট কেটি পিপার
  • প্রাক্তন বয়ফ্রেন্ডের কারণে এই অ্যাসিডের শিকার হয়েছিলেন তিনি
  • ২০২০ সালে  ১০ জানুয়ারী মুক্তি পেতে চলেছে এই ছবি

'ছপাক'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নয়া নজির গড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া। কে নেই সেই তালিকায়। রণবীর, আমির , আলিয়া, করণ জোহর, ফারহান আখতার সহ গোটা বি-টাউন যেন একত্রিত হয়েছে তার ভূয়ষী প্রশংসায়। অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে নিজের সবটা যেন উজার করে দিয়েছেন অভিনেত্রী এই ছবিতে। নেটিজেনরাও বলতে শুরু করেছেন ,  অভিনয় করতে হবে বলে অভিনয় নয়, বরং ছবির প্রতিটি মুহূর্তের সঙ্গে তিনি একেবারে মিশে গেছেন।  লক্ষ্মী জীবনের প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত হয়ে উঠেছে দীপিকার হাত ধরে।  অ্যাসিড আক্রান্ত হয়েও জীবনে হার না মেনে  মনের জোরকে হাতিয়ার করে কীভাবে জীবন যুদ্ধে জয়ী হবে মালতী তারই গল্প বলবে 'ছপাক'। 

আরও পড়ুন-'মুন্না বদনাম চ্যালেঞ্জ' সোনাক্ষির, এবার কাদের পালা...

Latest Videos

শুধু বলিউডেই নয়, বলিউডের পাশাপাশি হলিউডে সমান ভাবে প্রশংসা কেড়েছে দীপিকা।  ২ মিনিট ১৯ সেকেন্ডের এই ট্রেলার দেখে রীতিমতো আপ্লুত ব্রিটিশ অ্যাক্টিভিস্ট কেটি পিপার। তিনিও একজন অ্যাসিড আক্রান্ত। প্রাক্তন বয়ফ্রেন্ডের কারণে এই অ্যাসিড আক্রান্তের শিকার হয়েছিলেন তিনি। অ্যাসিডের কারণে পুরো মুখ পুড়ে গিয়েছিল তার। সারাজীবনের জন্য একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে তার।

 

 

আরও পড়ুন-হার মানলেন ইমরান খান, পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় পতৌদির নাতনি সারা...

'ছপাক'-এর ট্রেলার দেখতে গিয়ে কেটি জানিয়েছেন, 'ট্রেলার দেখতে গিয়ে আমার দমবন্ধ হয়ে আসছিল। দেখতে দেখতে গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল।  অ্যাসিড আক্রান্তের সত্যি ছবিটাই যেন এই ফিল্মে জায়গা পেয়েছে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের  জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। মালতীর ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি ও তার জীবনযাত্রাকেই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে  আইনি লড়াইকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মালতীর মুখটা নষ্ট হয়ে গেলেও তার স্পিরিটকে কোনওভাবেই দমাতে পারেনি সে।'

মানবাধিকার দিবসেই মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার।এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ দীপিকার।  এই ছবিই যেন বদলে দিল তার কেরিয়ার গ্রাফ। গ্ল্যামার, আলোর ঝলকানি সব কিছু দূরে রেখে দীপিকার এই চরিত্র দেখে দর্শকদের মনে ঝড় উঠবে। ২০২০ সালে  ১০ জানুয়ারী মুক্তি পেতে চলেছে এই ছবি।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari