অপেক্ষার অবসান, ধামাকাদার অ্যাকশনে ফ্লোর কাঁপাল 'টাইগার ৩'-এর টিজার

অবশেষে অপেক্ষার  অবসান।  দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল 'টাইগার ৩'-এর  (Tiger 3) টিজার। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে শুরু থেকেই। হবে নাই বা কেন, কারণ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। তবে চলতি বছরে নয়, বরং আগামী বছর ২১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ভাইজানের সিনেমা 'টাইগার ৩'।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় 'টাইগার ৩' ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সলমন খান (Salman Khan)। টিজারের শুরুতেই অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন  অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।  কালো পোশাক পরা গর্জিয়াস ক্যাটকে (Katrina Kaif) দেখে সকলেই যেন পাগল হয়ে গেছেন। তারপরই ধামাকাদার এন্ট্রি হয় সলমনের।

অবশেষে অপেক্ষার  অবসান।  দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল 'টাইগার ৩'-এর  (Tiger 3) টিজার। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে শুরু থেকেই। হবে নাই বা কেন, কারণ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। তবে চলতি বছরে নয়, বরং আগামী বছর ২১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ভাইজানের সিনেমা 'টাইগার ৩'।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় 'টাইগার ৩' ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সলমন খান (Salman Khan)। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় 'টাইগার ৩' ছবির (Tiger 3) টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সলমন খান (Salman Khan) । নিজের টুইটারে সিনেমার টিজার শেয়ার করে ভাইজান ক্যাপশনে লিখেছেন, সকলে নিজের খেয়াল রাখুন। ২০২৩ সালে ইদে আসছে টাইগার ৩, আসুন সকলে সেখানে থাকি, হিন্দি, তামিল, তেলেগুতে মুক্তি পাবে এই সিনেমা, ২১ এপ্রিল ২০২৩-এ শুধুমাত্র আপনার কাছাকাছি সিনেমা হলে।  হ্যাশট্যাগে লেখা #YRF50 এর সঙ্গে  #Tiger3 উপভোগ করুন। টিজারের শুরুতেই অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন  অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।  কালো পোশাক পরা গর্জিয়াস ক্যাটকে (Katrina Kaif) দেখে সকলেই যেন পাগল হয়ে গেছেন। তারপরই ধামাকাদার এন্ট্রি হয় সলমনের।

Latest Videos

 

 

আরও পড়ুন-অনাবৃত উরু, উন্মুক্ত বুকের খাঁজ, রেড হট লুকে 'সেক্সবম্ব' মনামীর অ্যাটিটিউটে পাগল ভক্তরা

আরও পড়ুন-গোপনে সহবাস নয়, সোহিনীর সঙ্গে সেমি লিভ-ইন করছেন রণজয়, জানুন আসল সত্য

আরও পড়ুন-বাড়ির পুজোয় হাজির প্রেমিক, অভিরূপের পাশে বসেই ক্যামেরায় পোজ দিলেন শ্রাবন্তী

 

বিয়ের পরই এবার দিল্লি উড়ে গেছিলেন ক্যাটরিনা কাইফ। এবং সেই সফরের সঙ্গী হয়েছিলেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খান। 'টাইগার ৩' - ছবির শুটিং শেষ করার জন্যই সলমনের সঙ্গে দিল্লি উড়ে গেছিলেন ভিকির স্ত্রী ক্যাটরিনা। বিয়ের রেশ কাটতে না কাটতেই সলমনের সঙ্গে ১৫ দিন থাকতে হয়েছিল ক্যাটরিনাকে। ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছিল, 'টাইগার ৩' - ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের জন্যই দিল্লি উড়ে গেছিলেন ক্যাটরিনা।  একটানা ১৫ দিনের টানা শিডিউল ছিল সলমন ও ক্যাটরিনার। 'টাইগার ৩' শুটিংয়ের জন্যই ভিকিকে ছেড়ে সলমনের সঙ্গে দিল্লি উড়ে গেছিলেন ক্যাটরিনা কাইফ। ঘনিষ্ঠ সূত্র বলছে, 'টাইগার ৩' নাকি টাইগার ফ্র্যাঞ্চাইজির বাকি দুটো ছবির থেকে অন্যরকম হতে চলেছে।  ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি  ' এক থা টাইগার'  ও ' টাইগার জিন্দা হ্যায়' - দুটো ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ছবিতে সলমনকে দেখা যাবে   ' র '  এজেন্টের চরিত্রে। এবং 'জোয়া'র চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের