তিনি মোটেই অন্তসত্বা নয়, তার প্রমান দিতে গিয়ে বাথরুমে দাঁড়িয়ে এ কী করলেন ফারহান ঘরণী

Published : Mar 04, 2022, 03:03 PM IST
তিনি মোটেই অন্তসত্বা নয়, তার প্রমান দিতে গিয়ে বাথরুমে দাঁড়িয়ে এ কী করলেন ফারহান ঘরণী

সংক্ষিপ্ত

ইন্সটাগ্রামে যে ছবি দেখে নেটিজেনরা তাঁকে অন্তস্বত্ত্বা ভাবছিলেন, সকলের ভাবনাকে ভুল প্রমানিত করে শিবানি জানালেন তিনি অন্তস্বত্ত্বা নন। সেই সঙ্গে প্রমান হিসাবে সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামের স্টোরিতে একটি ভিডিও-ও পোস্ট করলেন ফারহান ঘরণী। ধূসর রঙের ব্রা আর কালো শর্সট পড়ে নিজের নিটোল পেটের ছবি পোস্ট করেছেন শিবানি। সেই সঙ্গে লিখেছেন, তিনি মোটেই প্রেগন্যান্ট নন, এটা ছিল টাকিলা।

৯ ফেব্রুয়ারি একেবারে অন্যরকমের বিয়ের সাক্ষী  থেকেছে বলিউড। হ্যাঁ, ফারহান আখতার ও শিবানি দান্ডেকারের বিয়ের (Farhan and Shibani Wedding)কথাই বলছি। দীর্ঘ  চার বছরের প্রেমর সম্পর্কের পর ১৯ ফেব্রুয়ারি চার হাত এক করে জীবনের নতু ইনিংস শুরু করেছেন এই তারকা দম্পত্তি। বিয়ের সুন্দর মুহুর্ত থেকে প্রি-ওয়েডিং-এর ছবিতে উপচে পড়েছিল সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছিল কমেন্ট বক্স। বিয়ের রেশ কাটতে না কাটতেই ফারহান-শিবানির জীবনে কী ফের নতুন কোনও ঘটনা ঘটতে চলেছ (Shibani Baby Bump Remour)। অনুরাগীরা কেন আবার শুভেচ্ছা জানাচ্ছেন । বিয়ের পরই শুভেচ্ছা জানানোর যে কারন হতে পারে সেই জন্যই কী....আখতার পরিবারে নতুন সদস্য আশার আনন্দে যখন ভক্তরা শুভেচ্ছাবার্তা দিচ্ছিল তখনই কমেন্ট নেটিজেনদের সমস্ত জল্পনা কল্পনাকে একেবারে ধূলিসাৎ করে দেন নয়ি নভেলি দুলহন। ইন্সটাগ্রামে (Instagram) যে ছবি দেখে নেটিজেনরা (Netizen) তাঁকে অন্তস্বত্ত্বা (Pregnancy) ভাবছিলেন, সকলের ভাবনাকে ভুল প্রমানিত করে শিবানি (Shibani Dandekar) জানালেন তিনি অন্তস্বত্ত্বা নন। আর তাঁরও যে কোনও বেবি বাম্প নেইঅ সেই সঙ্গে প্রমান হিসাবে সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামের স্টোরিতে (Insta Story) একটি ছবি পোস্ট করলেন ফারহান ঘরণী। 

সোশ্যাল মিডিয়ায় একেবারে স্বল্প পোষাকে সেলফি পোস্ট করলেন নববধূ। ধূসর রঙের ব্রা আর কালো শর্সট পড়ে নিজের নিটোল পেটের ছবি পোস্ট করেছেন শিবানি। সেই সঙ্গে লিখেছেন, তিনি মোটেই প্রেগন্যান্ট নন, এটা ছিল টাকিলা। আয়নার সামনে দাঁড়িয়ে শিবানির পোস্টে বয়ে যাচ্ছে লাইকের বন্যা। বাথরুমে দাঁড়িয়ে শিবানির এহেন বোল্ড ও সাহসিকতার পোজে আগুণ ছড়িয়েছেন নেটদুনিয়ায়। আসলে ফারহান-শিবানির বিয়ের পর গর্জিয়াস ওয়েস্টার্ন আউটফিটে জেল্লা যেন ঠিকরে বেড়চ্ছিল শিবানির। আর পাশে সাদা সার্টে ফারহানও কিন্তু কোনও অংশে কম যাচিছলেন না। সেই ফটোতেই ফারহান ঘরণীর বডি হাগিং আউটফিটে নেটজেনরা অনেকেই মনে করছিলেন তাঁর বেবি বাম্প যেন একেবারে স্পষ্ট। আর সেই জন্যই অনেকে প্রশ্ন করছিলেন যে, তিনি কী অন্তস্বত্ত্বা। সকলের মুখ বন্ধ করে সোজা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে সকলের ভুল ধারনা দূর করে দিলেন। 

১৯ ফেব্রুয়ারি জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউসে বসেছিল তারকা খচিত বিয়ের আসর। বন্ধুবান্ধব ও প্রিয়জনদের উপস্থিতিতে গোটা জীবন একসঙ্গে পথ চলার শপথ গ্রহণ করেছেন তাঁরা। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব মহলে বেশ কিছু আমন্ত্রনও পেয়েছেন এই তারকা দম্পত্তি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি। বিয়ের পর ইতিমধ্যেই কজে ফিরেছেন শিবানী। অন্যদিকে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ফারহান। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আগামী ছবি জি লে জারা-তে দেখা যাবে পর্দার মিলখা সিং থুরি ফারহান আখতারকে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?