Katrina-Vicky Wedding:জুড়ল নাম ও পদবী, এখন থেকে স্বামী-স্ত্রী ভিকি-ক্যাটরিনা

Published : Dec 09, 2021, 06:58 PM ISTUpdated : Dec 09, 2021, 07:09 PM IST
Katrina-Vicky Wedding:জুড়ল নাম ও পদবী, এখন থেকে স্বামী-স্ত্রী ভিকি-ক্যাটরিনা

সংক্ষিপ্ত

নানান গুজব ও সমালোচনার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ-ও ভিকি কৌশল। 

হাজারো গুঞ্জনের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ (katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। একে অন্যের সঙ্গে সারাজীবনের জন্য পথ চলার এক বড় সিদ্ধান্ত নিয়ে বর্তমানে বিবাহিত তারা। বলিউডে নিজের জায়গা স্থির করার পর থেকেই খবরের শিরোনামে একাধিকবার সম্পর্ক নিয়ে জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। রণবীর থেকে শুরু করে একাধিক স্টার এর সঙ্গে নাম জড়িয়েছে বারে বারে। ভেঙেছে মন, বিশ্বাস উঠে গিয়েছে সম্পর্কে থেকে। কিন্তু পুনরায় ক্যাটরিনার জীবনে বসন্ত ফিরিয়ে এনেছেন ভিকি কৌশল। আর নানান কৌশলে মনের সেই কথা কাটরিনা অবধি পৌঁছতে খুব একটা সময় নেয়নি।

সেখান থেকেই বাড়তে থাকা জল্পনা, নানান গুজব ও সমালোচনার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ-ও ভিকি কৌশল। এই দিনটির অপেক্ষাতেই ভক্তরা ছিলেন মুকিয়ে। একের পর এক বিয়ের আপডেট খবর প্রকাশে আসলেও স্বস্তি ছিল না ভক্ত মনে। কারণ মাঝে মধ্যে বেশ কয়েকবার উঁকি মারছিল এই খবর ভুয়ো এমন জল্পনা। অবশেষে সব বিতর্ক উড়িয়ে একে অন্যের জীবন সঙ্গী হয়ে উঠলেন ক্যাটরিনা ভিকি কৌশল।

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : বিয়ের সানাই বাজার আগেই বিপত্তি, যোধপুরে যেতেই অভিযোগ দায়ের ভিকি-ক্যাটের নামে

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটের রাজকীয় বিয়ে, মেনুতে কী কী থাকছে জানেন

আরও পড়ুনKatrina-Vicky Wedding : সপরিবারে রাজস্থান রওনা ক্যাট-ভিকির, হাই প্রোফাইল বিয়ের আসরে সরগরম বি-টাউন

দুই পরিবারের উপস্থিতিতে রাজস্থানে বসা রাজকীয় বিয়ের আসরে এবার বর বধু সাজে সেলিব্রেশন পালা। শুরু হলো জীবনের নয়া অধ্যায়। বলিউড সিনেমা মডেলিং বিজ্ঞাপন এছাড়াও নানা কাজের সঙ্গে এবার জুড়ে গেল সংসারের দায়িত্ব। বলিউডে বহু স্টারকে দেখা গিয়েছে সংসার ধর্মে পা রাখার পর সিনে জগত থেকে বেশ কিছুটা নিজেকে গুটিয়ে নিতে। আবার দুদিকে ব্যালেন্স করে রেখে সকলের মন জয় করে সবটা মানিয়ে নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, এমন স্টার এর অভাব নেই। এই দুই ক্ষেত্রের মধ্যে কোন তালিকায় নাম লেখাতে চলেছেন এই জুটি তা এখন দেখার অপেক্ষা। তবে খুব বেশি দিন নয়, বিয়ে পর্ব মিটতে না মিটতেই শুটিং সেটে ফিরবেন ক্যাটরিনা ভিকি কৌশল।

 

 

প্রকাশ্যে এলো সেই দম্পতির নতুন ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ভিকি ও ক্যাটের বিয়ের লুকে ছবি। লাল বেনারসীতে ক্যাট, ভিকির পরণে শেরওয়ানি। ঝড়ের গতীতে ভাইরাল এক চিলতে ছবি। ক্যাটের এই লুক থেকে শুভেচ্ছার ঝড় নেট পাড়ায়। ফোর্টের খোলা জায়গায় এক পলকে ফ্রেমবন্দি নবদম্পতি, ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই ছবিতে এখন বুঁদ ভক্তমহল। 

PREV
click me!

Recommended Stories

৮৩ বছর বয়সে ১৫ ঘণ্টা কাজ! বিগ বি-র এনার্জি দেখে চমকে গেলেন দর্শকেরা
কেন ভেঙেছিল অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক? দীর্ঘদিন পর প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য