মায়ের মত দেখতে নয়, কোনও মিল নেই দিদির সঙ্গেও। এই ছিল খুশি কাপুরকে বুলি করা অর্থাৎ তাঁর পিছনে লাগার কারণ। এই সামান্য বিষয়ের জন্য ঠাট্টা করা হত তাঁকে নিয়ে। মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী বলিউডের লেজেন্ডারি তারকাদের মধ্যে একজন ছিলেন। দিদি, জাহ্নবী কাপুরও ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করছেন। ধড়ক ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন। তারপর কেবল একটি মাত্র ওয়েব সিরিজে অভিনয় করেছেন জাহ্নবী। লকডাউন কাটলেই বাকি ছবির কাজ নিয়ে বসবেন তিনি।
আরও পড়ুনঃ"উনিশ বছর আগে 'সংস্কারি' অলোকনাথ আমায় ধর্ষণ করে", মিটু আন্দোলন যখন ঝড় তুলেছিল বলিউডে
মা এবং দিদির জনপ্রিয়তার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলেন খুশি। ছোটবেলায় না হয় একরকম কেটেছিল খুশির। কিন্তু যত বড় হচ্ছে ততই যেন ট্রোলিংয়ের শিকার হয়ে উঠছেন খুশি। মা এবং দিদির মত নাকি দেখতে নয় তাঁকে। সামান্য কারণের জন্য তাঁকে বুলি করা শুরু করেছিল একদল নেটিজেন এবং খুশিরই কাছের মানুষেরা। সেই কারণে নিজের পরিচয় হারিয়ে ফেলছিলেন খুশি। মানসিক অবসাদেও খানিক ভুগেছেন তিনি। তবে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন অসংখ্য মানুষকে।
আরও পড়ুনঃরণবীর নয়, আলিয়ার আসল প্রেমের ছবি ফাঁস নেটদুনিয়ায়
কোয়ারেন্টাইন টেপে তিনি এও বলেন, যে একাধিক মানুষ আছে যারা তাঁকে বিপদের সময় সাহায্য করেছে, তাঁর পাশে থেকেছে। তিনি কিছুই এখনও অর্জন করে উঠতে পারেননি তবুও তাঁকে যথেষ্ট সম্মান দিয়েছে প্রচুর মানুষ। ভিডিওটি ভাইরাল করে অন্য এক ইনস্টাগ্রাম ইউজার। খুশির প্রোফাইল যেহেতু প্রাইভেট করা তাই এই ইউজার ভিডিওটি পোস্ট করে ভাইরাল করে। কমেন্ট সেকশনে খুশির প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাঁকে মায়ের মতই দেখতে লাগে অনেকেই সাহস জুগিয়েছে খুশিকে। এবং তিনিও একদিন অনেককিছু অর্জন করতে পারবে বলে আশা রাখছে অগণিত নেটিজেন।
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল