রেড কার্পেটে নীল পরী হয়ে ঝড় তুললেন কিয়ারা, উন্মুক্ত বক্ষ বিভাজিকায় বুঁদ নেটদুনিয়া

সম্প্রতি ফিল্ম সিটি মুম্বইতে অনুষ্ঠিত হল গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড ২০২২ রেড কার্পেট । আর এই অনুষ্ঠানে সকলের নজর কারলেন বলি বিউটি কিয়ারা আডভানি। গাঢ় নীল রঙের গ্লিটার লাগানো ডিপ নেকলাইন  জাম্পশ্যুটে গোটা শরীর বেয়ে যেন চুঁইয়ে পড়ছে উষ্ণতা। বিশিষ্ট ডিজাইনার নিম খানের ডিজাইনার পোষাকে গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডের মঞ্চে তাক লাগিয়ে  দিয়েছেন রুপোলি পর্দার প্রীতি, থুরি কিয়ারা আডভানি।

রেড কার্পেট মানেই সেখানে থাকবে গ্ল্যামারের ছোঁয়া। তারকাদের সেক্সি লুক আর তাঁদের সৌষ্ঠব কোমড়ের ঝলকানিতে জমকালো হয়ে ওঠে রেড কার্পেট ইভেন্ট। সম্প্রতি ফিল্ম সিটি মুম্বইতে অনুষ্ঠিত হল গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড ২০২২ রেড কার্পেট । আর এই অনুষ্ঠানে সকলের নজর কারলেন বলি বিউটি কিয়ারা আডভানি। গাঢ় নীল রঙের গ্লিটার লাগানো ডিপ নেকলাইন  জাম্পশ্যুটে গোটা শরীর বেয়ে যেন চুঁইয়ে পড়ছে উষ্ণতা। বিশিষ্ট ডিজাইনার নিম খানের ডিজাইনার পোষাকে গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডের মঞ্চে তাক লাগিয়ে  দিয়েছেন রুপোলি পর্দার প্রীতি, থুরি কিয়ারা আডভানি। ফুল স্লিভ, ডিপ ভি সেপের নেকলাইন, পকেট যুক্ত ফ্ল্যারেড প্যান্টের এই গাঢ় নীল রঙের জাম্প শ্যুটে কিয়ারার শরীরী নেশায় একেবারে বুঁদ নেটদুনিয়া। এই গর্জিয়াস আউটফিটে নতুন মাত্রা যোগ করেছে কিয়ারার কোমড়ের ব্লেট খানি। 

গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড ২০২২ রেড কার্পেটে কিয়ারা যে নীল জাম্প শ্যুটে বাজিমাত করেছেন তার দাম শুনলে আপনি একেবারে ব্যোমকে যাবেন। ভারতীয় মুদ্রায় কিয়ারার এই রেড কার্পেট স্পেশাল ড্রেসের দাম ১ লাখ ৮২ হাজার ১৩৪ টাকা।  কথায় বলে যত গুড় তত মিষ্টি। আর ঠিক সেই জন্যই হয়তো নীল গাউনে এলিগেন্ট লুকে সকলের মাঝে নজর কেরেছেন কিয়ারা। গ্লিটারযুক্ত নীল জাম্পশ্যুটের ঝলকানির সঙ্গে কিয়ারার মেক আপ লুকের স্নিগ্ধতার হালকা টাচ দিয়েছিলেন স্যালোনি জেইন। আর অ্যাওয়র্ড অনুষ্ঠানে রেড কার্পেটে আপাদ মস্তক কিয়ারার লুকের কারসাজির দায়িত্বে ছিলেন স্টাইলিশ লক্ষ্মী লেহের। পারফেক্ট লুক পেতে দরকার পারফেক্ট হেয়ার স্টাইল। ডিপ নেকলাইনে উন্মুক্ত বক্ষ বিভাজিকায় বোল্ড লুকের সঙ্গে গ্ল্যাম ডিভা কিয়ারাকে সেই পারফেক্ট হেয়ার স্টাইলটি দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট হুমেরা সেখ। 

Latest Videos

আরও পড়ুন-অকালে চলে গেল কাছের মানুষ, প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর ঋতুপর্ণা

আরও পড়ুন-জন্মদিন সেলিব্রেট না করে উপবাস করছেন বলিউডের সিংহম, শেষবেলায় নিরামিষ খাবার, কিন্তু কেন?

আরও পড়ুন-ঘাড়ে উঠে চরম অন্তরঙ্গতা, আইল্যান্ডে শার্টলেসে সুপারহট ভিকিকে দেখে এ কী করলেন ক্যাট

গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড ২০২২ রেড কার্পেটের মঞ্চ মাতিয়েছেন আরও এক গ্ল্যাম ডিভা। তিনি নান আদার দ্যান, মিস ইউনিভার্স  হারনাজ সিন্ধু। গাঢ় চকোলেট কাালারের গাউনে নিজেকে মেলে ধরেছিলেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে। অন্যদিকে রেড কার্পেটে ব্ল্যাক ড্রামাটিক গাউনে ঝড় তুলেছিলেন বলিউডের মুন্নি, থুরি সেক্সি লেডি মালাইকা অরোরা। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে কিয়ারার ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। শেরশাহ নায়িকা যে কোনও অনুষ্ঠানেই কিন্তু নিজস্ব ফ্যাশন সেন্স বা ফ্যাশন স্টেটমেন্টে সকলকে তাক লাগিয়ে দেন। গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডের মঞ্চেও কিন্তু এর ব্যতিক্রম ঘটল না। ভুলভুলিয়া টু-তে দেখা যাবে বলি নায়িকা কিয়ারা আডবানিকে। এছাড়াও গোবিন্দা নাম মেরা ও জুগ জুগ জিয়ো-র মত দুটি ছবি রয়েছে কিয়ারার পাইপলাইনে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata