হোলি সেলিব্রেশনে মত্ত বলিউড, কী প্ল্যান কিয়ারার

Published : Mar 09, 2020, 06:28 PM IST
হোলি সেলিব্রেশনে মত্ত বলিউড, কী প্ল্যান কিয়ারার

সংক্ষিপ্ত

হোলির দিন কীভাবে কাটাবে কিয়ারা বলিউডে হোলি উৎসবের আমেজ রঙে মাতলেন একাধিক তারকারা তবে সেই তালিকাতে নেই কিয়ারার নাম 

চলচ্চিত্র জগতে পা রাখা মাত্রই সকলের নজর কেড়েছেন কিয়ারা আডবানি। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। ধোনির বায়োপিকে খুব কম সময়ের জন্য পাট থাকলেও দর্শকদের নজর কেড়েছিলেন কিয়ারা। বলিউডে নিজের জায়গা পাকা করতে বেশি দিন সময় লাগেনি তাঁর। কেরিয়ারে বাজিমাত করেছিল কবীর সিং ছবি। 

আরও পড়ুন-'হোলির প্ল্যান তো রেডি এবার পালা সুইজারল্যান্ডের,' টুইটে দোলযাত্রার শুভেচ্ছা আবিরের

আরও পড়ুন-'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

২০১৯ সালে কিয়ারাকে দেখা যায় শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করতে। সেই ছবিতেই সেরার সেরা একাধিক পুরস্কারও পান তিনি। তারপরই হাতে আসে পরবর্তী ছবি গুড নিউড। সেখানেও অভিনয় প্রশংসিত হয়। সেই তারকারই হোলির পরিকল্পনা কী। সেই নিয়ে মুখ খুললেন কিয়ারা। হাতে একাধিক ছবির কাজ। কেরিয়ার থেকে ফোকাস সরাতে নারাজ অভিনেত্রী। 

আরও পড়ুন-'রাধে'র শ্যুটিংয়ে গুরুতর আহত রণদীপ হুদা, এখন কেমন আছেন অভিনেতা

হোলির দিনটাও কিয়ারার কাটবে শ্যুটিং সেটে। ইতিমধ্যেই ভূলভূলাইয়া ২ ছবির সিক্যুয়েলের জন্য লক্ষনউ শহরে পাড়ি দিয়েছেন তিনি। সেখানেই কাজের ব্যস্ততার মাঝে হোলি সেলিব্রেশনে মাতবেন কিয়ারা আডবানি। এই ছবিতে রয়েছেন কার্তিক আরিয়ান। তবে ছবিতে অক্ষয় কুমারের পাট খুবই কম। কার্তিকের সদ্য মুক্তি পাওয়া ছবি লাভ আজ কাল সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তাই পরবর্তী ছবি নিয়ে আশাবাদী দুই তারকাই। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে