সবচেয়ে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা, সোশ্যাল সাইটে পোস্ট কিয়ারা আডবানির

Published : Jan 17, 2022, 07:38 PM ISTUpdated : Jan 18, 2022, 12:24 AM IST
সবচেয়ে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা, সোশ্যাল সাইটে পোস্ট কিয়ারা আডবানির

সংক্ষিপ্ত

রবিবার ৩৭-এ পা দিলেন সিদ্ধার্থ মলহোত্রা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিয়ারা লিখেছেন সবচেয়ে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা   

সেলেবদের লাভস্টোরি নিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনা কিন্তু থেকেই যায়। রুপোলি দুনিয়ার তারকারা বেশিরভাগ সময়ই তাঁদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের থেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু অনুরাগীরা তাঁদের প্রতি মুহুর্তের আপডেট পেতে একেবারে উদ্যগী হয়ে থাকেন। বিশেষ করে কোনও চর্চিত প্রেম বা বিয়ের গুঞ্জন হলে তো আর কোনও কতাই নেই। কয়েকদিন আগে ভি-ক্যাটের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি পেজ থ্রি-র খবর জুড়ে। সেই রকমই আরেকটি চর্চিত প্রেমের কাহিনি হল বলি অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা ও বলি অভিনেত্রী কিয়ারা আডবানির প্রেম কাহিনি। বেশ কিছুদিন ধরেই বলিউডের এই দুই তারকার প্রেম কাহিনি নিয়ে গু়্জনে সরব হয়েছিল গোটা টিনসেল টাউন। পাপারাতজিদের ক্যামেরাতেও বেশ কয়েকবার ধরা পরেছে তাঁদের প্রেম কাহিনি। কিন্তু যথক্ষণ পর্যন্ত না চর্চিত প্রেমিক যুগল নিজেদের প্রেমে শিলমোহর দেবেন ততক্ষণ পর্যন্ত চর্চাটুকুই সার...তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান। নিজেদরকে সম্পর্কে একপ্রকার শিলমোহর দিলেন সিদ্ধার্থের প্রেমিকা, থুরি কিয়ারা আডবানি। 

রবিবার ৩৭-এ পা রাখলেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার তারকা সিদ্ধার্থ মলহোত্রা। আর তাঁর জন্মদিনের শুভক্ষণেই সিদ-কিয়ারার প্রেম কাহিনিকে সকলের সামনে মেলে ধরলেন কিয়ারা। মনের মানুষকে জন্মদিনের আবেগ ঘন পোস্ট করে কিয়ারা লিখেছিলেন সবচেয়ে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। কিয়ারার পোস্টে সিদ আার ভালবেসে লিখেছেন, ধন্যবাদ কি..হয়তো কাছের মানুষটিকে কিয়ারা না বলে আদর করে কি বলে ডাকেন সিদ। সিদ-কিয়ারার সোশ্য়াল সাইটে প্রেম কবুল করার এই স্টাইলটা বেশ পছন্দ হয়েছে ভক্তদের। সিদ-কিয়ারার প্রেম প্রসঙ্গে কিন্তু একটা কথা না বললেই নয়, এই বছরের শুরুটাও কিন্তু তাঁরা চার হাত এক করেই করেছিলেন। নতুন বছরের শুরুতেই মুম্বই এয়ারপোর্টে পাপারাতজিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন এই তারকা যুগল। একসঙ্গে সাফারিতে গিয়েছিলেন তাঁরা। এবার সিদের জন্মদিনে নিজেদের সম্পর্কে শিলমোহর...সব মিলিয়ে ২০২২ সালটা কিন্তু বলিউডের এই লাভবার্ডসের জন্য খুবই স্পেশাল সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। 

আরও পড়ুন-Laal Singh Chaddha Release: করোনার শিকার নয়, ক্ষতি হওয়ার আগেই ছবি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত

আরও পড়ুন-83 Movie Box Office: করোনার গ্রাসে ছবি ৮৩, স্বীকার করে নিলেন পরিচালক কবীর

বলিউডের অন্যতম সুপারহিট মুভি শেরশাহতে দেখা গিয়এছিল সিদ-কিয়ারা জুটিকে। অনস্ক্রিন এই জুটিকে মনে ধরেছিল দর্শকের। দুজনের দাপুটে অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শককে। অনস্ক্রিন জুটি যতটা সাফল্য পেয়েছিল, অফস্ক্রিন জুটিও ভক্তদের ততটাই উদ্ভুদ্ধ করেছিল। আর একটা কথা কিন্তু না বললেই নয়, সিদের জন্মদিনে সকলের উইশের মাঝে কিন্তু অনুরাগীদের চোখ ছিল একটাই বার্থ ডে উইশের দিকে...আর সেটা হল কিয়ারা আডবানির জন্মদিনের শুভেচ্ছা। অবশেষে সেই সাধ পূরণ হল....


 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য