কেকে-র মত্যুতে নিউ মার্কেট থানায় FIR দায়ের করল পরিবার, জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ

বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। আরও এক নক্ষত্রপতন। একের পর এক মৃত্যুসংবাদ যেন নাড়িয়ে দিচ্ছে সকলকে। তেমনই মঙ্গলবার রাতে বলিউডের বিখ্যাত গায়ক কেকে-এর অকাল প্রয়াণে হতবাক গোটা বিশ্ব। গানের কনসার্টে এসে না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গায়কের গানের টানেই যেন উপচে পড়েছিল ভিড়। তবে কলকাতায় গান গাওয়া যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবতে পারেননি।  কেকে-র লাইভ কনসার্টে যতটা জমায়েত হওয়ার কথা ছিল তার চেয়ে দ্বিগুণেরও অনেক বেশি  জমায়েতই কি মৃত্যুর কারণ হল কেকে-র। গায়কের মৃত্যুতে একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে। এবার নিউ মার্কেট থানায় এফআইএর দায়ের করল  কেকে-র পরিবার। পরিবারের পক্ষ থেকে এফআইএর দায়ের করার পরই জোরদার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।
 

বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। আরও এক নক্ষত্রপতন। একের পর এক মৃত্যুসংবাদ যেন নাড়িয়ে দিচ্ছে সকলকে। তেমনই মঙ্গলবার রাতে বলিউডের বিখ্যাত গায়ক কেকে-এর অকাল প্রয়াণে হতবাক গোটা বিশ্ব। গানের কনসার্টে এসে না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গায়কের গানের টানেই যেন উপচে পড়েছিল ভিড়। তবে কলকাতায় গান গাওয়া যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবতে পারেননি।  কেকে-র লাইভ কনসার্টে যতটা জমায়েত হওয়ার কথা ছিল তার চেয়ে দ্বিগুণেরও অনেক বেশি  জমায়েতই কি মৃত্যুর কারণ হল কেকে-র। গায়কের মৃত্যুতে একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে। এবার নিউ মার্কেট থানায় এফআইএর দায়ের করল  কেকে-র পরিবার। পরিবারের পক্ষ থেকে এফআইএর দায়ের করার পরই জোরদার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে  করতেই অসুস্থ বোধ করছিলেন এবং অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই  আরও যেন বেশি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই  নিউমার্কেটের পাঁচতারা হোটেল থেকে গায়ককে একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গায়কের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীতমহলে। বুধবার সকালেই কেকে-র মৃত্যু নিয়ে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ। 

Latest Videos

 

 

কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা এবং ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।  হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ।  এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে যে সঙ্গীরা এসেছিলেন তারাই আজ সকালে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন। এসএসকে এম হাসপাতালেই সঙ্গীত শিল্পীর দেহ রাখা হয়েছিল।  মমতা  বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিকেল ৫.১৫ ফ্লাইটে কেকে-কে নিয়ে যাওয়া হবে মুম্বইতে । তার আগেই কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হয়েছে রবীন্দ্র সদনে। দমদম এয়ারপোর্টের বদলে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়ার সিদ্ধান্ত বিখ্যাত সঙ্গীতশিল্পীকে।  সমস্ত বিখ্যাত শিল্পীদের এই রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হয়।  প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় কেকে-কেও গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র সদনে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘মহিলাদের উপর অত্যাচারের কথা Mamata Banerjee বলতে দেন না!’ এ কী বললেন Agnimitra Paul
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
Nadia News: অন্ধকার রাস্তা থেকে উদ্ধার অচেতন মেয়ে! হাসপাতালে নিয়ে গেলেই ফাঁস হয় শিউরে ওঠা তথ্য
কেউ হাসপাতালে, কেউ শপিংমলে কাজ করছিল! আটক ২৪ অবৈধ বাংলাদেশি | Delhi Police | Bangladeshi |