নিজের আসল চেহারায় ফিরতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃতী, ‘মিমি’থেকে কৃতী হয়ে উঠা বেজায় কঠিন

Published : Aug 09, 2021, 07:01 PM ISTUpdated : Aug 09, 2021, 07:04 PM IST
নিজের আসল চেহারায় ফিরতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃতী, ‘মিমি’থেকে কৃতী হয়ে উঠা বেজায় কঠিন

সংক্ষিপ্ত

মিমি চরিত্রের জন্য প্রায় ১৫ কিলো ওজন বাড়িয়ে ছিলেন অভিনেত্রী। এবারে সেই ওজন কমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃতী।   

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কৃতী শ্যানন এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি ‘মিমি’। এই ছবিতে কৃতীকে একজন প্রেগন্যান্ট মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি কৃতীর অভিনয়ও দর্শকদের মুগ্ধ করেছে। তবে মিমি চরিত্রের জন্য প্রায় ১৫ কিলো ওজন বাড়িয়ে ছিলেন অভিনেত্রী। এবারে সেই ওজন কমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃতী। 

 

 

মিমির পরিচালক লক্ষাণ উটেকারের নির্দেশে ১৫ কিলো ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী। পরিচালকের মতে একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখে যাতে দর্শক বিশ্বাস করতে পারেন, তাই তিনি কৃতীকে এই নির্দেশ দেন। পরিচালকের কথা মতো নিজেকে পুরোপুরি বদলেও ফেলেছিলেন কৃতী। সেই সময় চকোলেট, কেক, রসগোল্লা, যা পেড়েছেন তাই খেয়েছেন কৃতী। এমনকী শরীরচর্চাও বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। এবারে মিমি থেকে কৃতী হওয়ার পালা।

আরও পড়ুন-রোশনের শরীরী নেশা ভুলে প্রথম স্বামী রাজীবের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি পুরোনো ঘরেই ফিরছেন শ্রাবন্তী

আরও পড়ুন-জীবনে এসেছে একাধিক নারী, ৪ বার বিয়ের পরও সুখী দাম্পত্য হয়নি কিশোরের, ফিরে দেখা কিংবদন্তির জীবন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউট-এর একটি ভিডিও পোস্ট করেন কৃতী। সেখানে তিনি জানান, জীবনে প্রথম এতটা ওজন বারিয়েছেন তিনি। তাঁর স্ট্যামিনা এবং শক্তি একেবারে শূন্য হয়ে গেছে। খুবই ধীরে ধীরে কৃতীকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে। এখন অভিনেত্রী তাঁর সম্পূর্ণ ফোকাস দিচ্ছেন নিজের ওজন কমানোর উপর। অন্যদিকে কৃতীর হাতে এখন একাধিক প্রোজেক্ট রয়েছে। বচ্চন পান্ডে, আদিপুরুষ, ভেড়িয়া-এর মতো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের আগের হট অবতারে ফিরতে মরিয়া কৃতী।

  

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য