বিয়ের সেই দিনটা কেমন ছিল সোহা-কুনালের, পঞ্চম বিবাহবার্ষিকীতে প্রকাশ্যে এল ভিডিও

Published : Jan 25, 2020, 04:48 PM IST
বিয়ের সেই দিনটা কেমন ছিল সোহা-কুনালের, পঞ্চম বিবাহবার্ষিকীতে প্রকাশ্যে এল ভিডিও

সংক্ষিপ্ত

পঞ্চম বিবাহবার্ষিকীতে বিয়ের ছবি, ভিডিও প্রকাশ্যে আনলেন নবাব কন্যা সোহা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বিয়ের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন অলওয়েজ ২০১৪ সালে প্যারিসে বিয়ের প্রস্তাব দেন কুনাল সোহা একাই নন, কুনালও বিয়ের দিনের একটি ভিডিও শেয়ার করেছেন

সালটা ২০১৫। ঠিক আজকের দিনের গাটছড়া বেঁধেছিলেন বলি অভিনেতা কুনাল খেমু এবং শর্মিলা কন্যা সোহা আলি খান। আজ সেই বিশেষ দিন। আর এই বিশেষ দিন উপলক্ষ্য উদযাপনে মাতলেন গোটা পতৌদি পরিবার।  পঞ্চম বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে বিয়ের ছবি, ভিডিও প্রকাশ্যে আনলেন নবাবকন্যা সোহা। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই বিয়ের ভিডিও পোস্ট করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন 'অলওয়েজ'।

আরও পড়ুন-চলে গেলেন বলিউডের এই জনপ্রিয় টেলিতারকা, মৃত্যু ঘিরে ধোঁয়াশা...

 

 

আরও পড়ুন-নীল রং থেকে একলা ঘর, বাংলা রক গানে নতুন দিশা দেখিয়েছেন রূপম...

 

বিয়ের পঞ্চম বর্ষপূর্তিতে সোহা একাই নন, কুনালও বিয়ের দিনের একটি ভিডিও শেয়ার করেছেন। এবং ভিডিওটি শেয়ার করে  তার ক্যাপশনে কুনাল লিখেছেন,   'শুভ বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ৫ বছর কেটে গেলয  আমাকে একটা আনন্দে ভরা  সুন্দর বিবাহিত জীবন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আনন্দে-দুঃখে, হাসি-কান্নায় পাশি থাকার জন্য ধন্যবাদ। আমাকে তোমার সন্তানের বাবা হতে দেওয়ার সুযোগ দিয়ে যে নতুন জীবন তুমি দিয়েছ তার জন্যও ধন্যবাদ '।

 


বিয়ের কয়েকদিন আগে থেকেই সোহা আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কুনাল। ২০১৪ সালে প্যারিসে বিয়ের প্রস্তাব দেন কুনাল। তার ঠিক এক বছর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহা-কুনাল। তারপরেই জীবনে আসে ছোট্ট ইনায়া। তারপর থেকেই রূপোলি পর্দা থেকে নিজেক অনেকটাই দূরে রেখেছেন সোহা। এখন তিনি পুরদুস্তর গৃহিনী। থুড়ি শুধু গৃহিনী নয়, পুরোদস্তুর মাও সোহা।


 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য