Lata Mangeshkar Health Update: স্বাস্থ্যের সামান্য উন্নতি, কেমন আছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

কেমন আছেন লতা মঙ্গেশকর, স্বাস্থ্যের উন্নতি খুবই ধীরে, কিন্তু সুস্থ হচ্ছেন লতা মঙ্গেশকর। বর্তমানে আইসিইউ-তেই আছেন। 

কেমন আছেন লতাজি (Lata Mangeshkar), প্রতহ্য খোঁজ নিয়ে চলেছেন সকলেই। সুর-সম্রাজ্ঞীর শারীরিক অবস্থা (Health Condition) দ্রুত সুস্থতার কামনায় দেশ জুড়ে সর্বত্র চলছে প্রার্থণা। তবে চিকিৎসকদের মতে, চিন্তার কোনো কারণ না থাকলেও অবস্থার উন্নতির হার খুব কম, খুব ধীরে ধীরে সুস্থতার পথে লতা মঙ্গেশকর, তাই এতটা সময় লাগছে।  তবে পাঁচ সদস্যে চিকিৎসকদের বিশেষ টিম স্পষ্টই জানিয়ে দিয়েছে, বর্তমানে ভালোই আছেন তিনি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুর-সম্রাজ্ঞী। টানা ২০ দিন ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। গত কয়েকদিন ধরেই সকলের নজর রয়েছে কিংবদন্তী প্রবাদপ্রতিম শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) স্বাস্থ্যের দিকে (Health Update)। একের পর এক আপডেট আসতে থাকজে নিত্যদিন। করোনায় আক্রান্ত (Covid 19 Positive) হয়ে ১৮ আগেই হাসপাতালে ভর্তি (Admitted To Hospital)  হয়েছিলেন তিনি। তবে থেকেই চলছিল কঠিন লড়াই। ৮ জানুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি। এরপর সকলের সামনে সেই খবর আসে ১১ জানুয়ারি। তবে থেকেই আরোগ্য কামনায় ভক্তমহল। 

খবর সামনে আসার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিল ভক্তমহল। মিলেছিল প্রতিটা মুহূর্তের নতুন বুলেটিন আপডেট, ঠিক কেমন আছেন তিনি! শরীরে রয়েছে বার্ধক্য জনিত সমস্যা, তার ওপর করোনা, কয়েকদিন আগেই তাঁকে বার করে নিয়ে আসা হয় ভেন্টিলেশন থেকে। প্রতিটা মুহূর্তে লতা মঙ্গেশকরের শরীরস্বাস্থ্যের যাবতীয় খবর ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এবার তা নিয়ে মুখ খুললেন পরিবার। লতা মঙ্গেশকরের পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, কোনও রকমের গুজবে যেন সকলে কান না দেন। লতা মঙ্গেশকর এখনও আছেন আইসিইউ-তেই। চলছে চিকিৎসা। 

Latest Videos

আরও পড়ুন- Padma Shree Sonu Nigam : পদ্মশ্রী পেলেন সোনু নিগম, শিল্পকলায় অবদানের জন্য

আরও পড়ুন- REPUBLIC DAY 2022 : অমিতাভ থেকে কঙ্গনা, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলি তারকাদের

আরও পড়ুন- Monami Ghosh : 'সামি সামি' গানে ঝড় তুললেন মনামী, কোমরের ঠুমকায় শিহরণ

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) বয়সের কথা মাথায় রেখে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকদের টিম (Special Medical Team), তাই তাঁরা স্থির করেন, ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা হলেও তাঁকে বর্তমানে রাখা হবে আইসিইউ-তেই (ICU)। সূত্রের খবর অনুযায়ী করোনার আক্রান্ত (COVID 19) হয়েছিলেন লতা মঙ্গেশকর তাঁর বাড়ির স্টাফের দ্বারাই। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়ে দিয়েছে চিকিৎসক, কেবল দ্রুত সুস্থতার দিকে লক্ষ্য রেখেই রাখা হয়েছে আইসিইউতে। আশা করছেন তাঁরা, শীঘ্রই শারীরিক জটিলকা কাটিয়ে উঠবেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। চিকিৎসায় দ্রুত মিলছে সাড়া। এই খবরেই বর্তমানে স্বস্তি ফিরল ভক্তমহলে। এখন অপেক্ষায় দিনগোনা, কবে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন লতা মঙ্গেশকর। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের