টাইগারের ছবিতে আবারও দিশা, অন্তর্বাসে ডান্স ফ্লোরে ঝড় তুললেন অভিনেত্রী

Published : Feb 26, 2020, 03:54 PM ISTUpdated : Feb 26, 2020, 03:56 PM IST
টাইগারের ছবিতে আবারও দিশা, অন্তর্বাসে ডান্স ফ্লোরে ঝড় তুললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

হট লুকে ফ্রেমবন্দি দিশা আবারও পর্দায় টাইগারের বিপরীতে অভিনেত্রী বাঘি থ্রি ছবির আরও এক আইটেম ডান্স মুহূর্তে ভাইরাল দিশার লুক

বাঘি সিরিজের দুই নায়িকাকে নিয়ে একই সঙ্গে এবার পর্দায় হাজির হবে টাইগার। বাঘি ও বাঘি টু দুই ছবিই এক কথায় বক্স অফিসে হিট। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে পর্দায় আসছে তিন তারকা, টাইগার, শ্রদ্ধা ও দিশা। তিনের রসায়ণেই ছবিতে নয়া লুক দিতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তবে সেখানে দেখা মেলেনি দিশার। 

আরও পড়ুন-টুইট বির্তকে করণ জোহরের 'তখত', বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন-হিংসায় বিধ্বস্ত রাজধানী, শান্তির বার্তা দিয়ে কবিগুরুকে স্মরণ সৃজিতের

 

আরও পড়ুন-গুজবই ভাঙনের কারণ, যাব উই মেট ছবির শেষ অংশই প্রমাণ দিয়েছিল শাহিদ-করিনার বিচ্ছেদের 

বিচ্ছেদের পর আবারও একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে টাইগার ও দিশা পাটানিকে। এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর লুক। হট লুকে আইটেম ডান্সে নজর কাড়তে চলেছেন এবার অভিনেত্রী। ডান্স ফ্লোরে একাধিক হট দিশা, তবে প্রকাশ্যে এল না মুখ। রাত পোহালেই মুক্তি পাবে ছবির নতুন গান ডু ইউ লাভ মি। সেই গানের খানিক অংশতেই বাজিমাত দিশার। 

 

 

বাঘি-থ্রি ছবির কাজ শেষ চলছে প্রচারপর্ব। তবে কোথাও একই সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি দিশা ও টাইগারকে। ৬ মার্চ মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই ছবির অপর গান দশ বাহানে দর্শকদের নজর কেড়েছে। ছবিতে দেখা যাবে রিতেশ দেশমুখকেও। এক ভিন্ন স্বাদের গল্প এবার ফুঁটে উঠবে ছবিতে। যেখানে দুই ভাইয়ের সম্পর্কই প্রাধান্য পাবে প্রেক্ষাপটে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত