মেকআপে পিঠের চামড়া উঠে এল , ভিডিও শেয়ার করে কী বললেন সানি

Published : Feb 27, 2020, 11:10 AM ISTUpdated : Mar 06, 2020, 01:12 PM IST
মেকআপে পিঠের চামড়া উঠে এল , ভিডিও শেয়ার করে কী বললেন সানি

সংক্ষিপ্ত

সানির পিঠ কেটে ঝরছে রক্ত মেকআপ-এ তাক লাগালেন অভিনেত্রী প্রাণীদের হয়ে সরব হলেন সানি মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

সানি এখন বলিউডের এক জনপ্রিয় নাম। যাঁর উপস্থিতি পর্দায় এক ভিন্ন যাত্রা যোগ করে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল কাজে নিজেকে যুক্ত রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি খুলেছেন ছোটদের একটি স্কুলও। মাঝে মধ্যেই পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলে থাকেন সানি। তবে এবার যে ভিডিও শেয়ার করলেন, তাতে তাঁর মেকআপ দেখে হতবাক নেট দুনিয়া। 

আরও পড়ুন-করমুক্ত 'থাপ্পড়', মুক্তির আগেই মধ্যপ্রদেশে মিলল বিপুল ছাড়

আরও পড়ুন-মলদ্বীপেই বসছে রিচা-আলির বিয়ের আসর, জোর গুঞ্জন টিনসেল টাউনে

পিঠ কেটে উঠে আসছে চামড়া। এমনই লুকে এবার ধরা দিলেন সানি লিওন। মেকআপ করার পরই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, প্রাণীদের চামড়া ব্যবহার করে যে সকল প্রশাধনী সকলে তৈরি করে থাকেন ক্রেতাদের চাহিদার জন্য এবার তা বন্ধ হক। যাঁরা কথা বলতে পারে না তাঁদের কষ্টই এবার ভাষায় প্রকাশ করার প্রয়াস নিলেন সানি এক বেসরকারি জুতো নির্মাতা সংস্থার হয়ে। 

আরও পড়ুন-বলি অভিনেত্রী সহ একাধিক নারীর সঙ্গে সহবাস, বিস্ফোরক অভিযোগ 'লগন' খ্যাত অভিনেতার বিরুদ্ধে

 

এই ভিডিও শেয়ার করা মাত্রই তা নেট দুনিয়ায় ছড়ায়ে পড়ল। চোখের সামনে প্রস্থেটিক মেকআপ করে তাক লাগালেন মেকআপম্যান। যা দেখা মাত্রই মনে হচ্ছে পিঠের একাংশ কেটে তুলে আনা হচ্ছে। সেখান থেকেই ঝরছে রক্ত। মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সানিও স্পষ্ট বোঝালেন বাস্তবে এর যন্ত্রণা কতটা হতে পারে, তা কাটা দেখলে অনুমান করা সম্ভব। 
 

PREV
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা