পোশাক তো নয় যেন কাপড়ে রোল, তাও উন্মুক্ত হল মালাইকার আবেদন

Published : Feb 24, 2020, 01:27 PM ISTUpdated : Feb 24, 2020, 01:50 PM IST
পোশাক তো নয় যেন কাপড়ে রোল, তাও উন্মুক্ত হল মালাইকার আবেদন

সংক্ষিপ্ত

রেড কার্পেটে ঝড় তুললেন মালাইকা পোশাকে ঢাকা গেল না বক্ষ পোজ দিতে গিয়েই বিপত্তি মুহূর্তে ছড়িয়ে পড়ল ছবি 

সম্প্রতি মিস ডিভা প্রতিযোগিতার মঞ্চে হট লুকে ধরা দিলেন মালাইকা। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিল মালাইকা আরোরার ওপর। সেই উপলক্ষেই সকলের নজর কাড়তে হলুদ গাউনে সেজে উঠেছিলেন মালাইকা। রেড কার্পেটে হাজির হতেই তাক লাগালেন অভিনেত্রী। পোশাকের ডিজাইন দেখাতে গিয়ে তা ধরে ঘুরলেন মালাইকা। আর তাতেই বিপত্তি।

আরও পড়ুন-সকালে 'বাহুবলি' এখন 'খিলজি', ভারত সফরের আগে নয়া চমক ট্রাম্পের

 

আরও পড়ুন-'বাহুবলি' সাজলেন ট্রাম্প, ভিডিও পোস্ট টুইটারে

মুহূর্তে ফ্রেমবন্দি হল মালাইলার পোশাক। পোজ দিতে গিয়ে একাধিকবার বক্ষের বেশিরভাগ অংশ বেড়িয়ে এল। তবে এই নিয়ে প্রথমবার নয়। মালাইকা বরাবরই পোশাক নিয়ে সাহসী। তাঁর স্টাইল স্টেটমেন্ট এক কথায় সকলের নজরের কেন্দ্রবিন্দু। ৪০শেষ গণ্ডি পেড়িয়েছে বয়স বেশ কয়েকবছর আগেই। তবুও নিজেকে ধরে রেখে সকলের নজর কাড়ছেন মালাইকা।

আরও পড়ুন-ফের বির্তকের শিরোনামে মিকা সিং, ম্যানেজারের আত্মহত্যায় কাঠগড়ায় গায়ক

নিয়মিত শরীর চর্চা থেকে শুরু করে খাদ্য তালিকায় বদল, ফিটনেস নিয়ে কোনও রকমেরই সমঝোতা করতে নারাজ তিনি। মডেলিং-এর পাঠ পড়াতে এখন এক রিয়ালিটি শো-এর বিচারকের ভূমিকাতেও রয়েছেন মালাইকা। তাঁর টিপস ঘিরেই অনুষ্ঠানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য