Malaika Arora : পোশাক ছাড়াই শীতে উষ্ণ থাকতে চান, কাজে লাগান মালাইকার এই টিপস

Published : Nov 17, 2021, 11:36 AM ISTUpdated : Nov 17, 2021, 07:00 PM IST
Malaika Arora : পোশাক ছাড়াই শীতে উষ্ণ থাকতে চান, কাজে লাগান মালাইকার এই টিপস

সংক্ষিপ্ত

মালাইকা আরোরার ফিটনেস এবং ব্যক্তিত্ব যা অনেককেই ঈর্ষানীত করে। এই বয়সে কীভাবে এতটা নিজেকে ধরে রেখেছেন তা জানার জন্যই সকলে মুখিয়ে রয়েছেন। নিয়মিত  যোগাভ্যাস ও অনুশীলন তাকে এতটা ফিট রাখতে সাহায্য করছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের একটি ছবি শেয়ার করেছেন মালাইকা যেখানে তিনি উপকারিতার কথাও ব্যাখা করেছেন।   

বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা সবসময়েই শিরোনামে রয়েছেন।ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার ( Malaika Arora) । শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা ( Malaika Arora)।

 

 

মালাইকা আরোরার  ( Malaika Arora) ফিটনেস এবং ব্যক্তিত্ব যা অনেককেই ঈর্ষানীত করে। এই বয়সে কীভাবে এতটা নিজেকে ধরে রেখেছেন তা জানার জন্যই সকলে মুখিয়ে রয়েছেন। নিয়মিত  যোগাভ্যাস ও অনুশীলন তাকে এতটা ফিট রাখতে সাহায্য করছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের একটি ছবি শেয়ার করেছেন মালাইকা যেখানে তিনি উপকারিতার কথাও ব্যাখা করেছেন। 

 

 

মালাইকার ( Malaika Arora) পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে স্পোর্টস ব্রালেট ও কালো প্যান্ট পরে শরীরচর্চা করছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর দুই হাতে রয়েছে একটি করে ইট। যেখানে তিনি লিখেছেন, সবাইকে নমস্কার। শীতের মরসুম চলেই এসেছে, এবং এখন আমাদের কাজ করার এবং নিজেদের উষ্ণ রাখার আরও একটি কারণ রয়েছে।  তবে কম্বলের নিচেও আমরা আমাদের শরীরকে উষ্ণ রাখতে পারি। কিন্তু মালাইকা শরীরচর্চা করে শরীরকে উষ্ণ রাখার টিপস দিয়েছেন। মালাইকার ( Malaika Arora) এই ভঙ্গিটি নিতম্ব এবং কাফ-এর পেশিগুলিকে খুব ভাল প্রসারিত করে এবং মেরুদন্ডকে লম্বা করে। এটি রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে। এটি করলে পোশাক না পরেই উষ্ণ রাখতে পারবেন বলেই জানিয়েছেন বলি ফ্যাশনিস্তা। তবে মালাইকার এই ব্যায়ামের কসরতের চেয়েও মালাইকার সেক্সি ফিগারেই নজকর আটকে ছিল নেটিজেনদের। ৫০-এর কোটাতেই তার মেদহীন টানটান ফিগার,যা পুরুষ-মহিলা উভয়েই ঈর্ষা প্রকাশ করেছেন।

 

 

আরও পড়ুন-Malaika Arora : ঠিকরে বেরোচ্ছে বুকের খাঁজ, 'Red Hot' মালাইকার ভরা যৌবনের নেশায় বুদ ভক্তরা

আরও পড়ুন-Nusrat Jahan : হাতের ফাঁক দিয়ে শরীরী ভাঁজের উঁকি, লিপ সার্জারি নিয়ে কটাক্ষ নুসরতকে

আরও পড়ুন-Mouni Roy : শরীর যেন বক্ররেখা, বক্ষযুগল থেকে নাভীর খাঁজে মৌনির শরীরী নেশায় বুঁদ ভক্তরা

 

ফ্যাশন নিয়ে সর্বদাই চর্চায় থাকেন মালাইকা।উপচে পড়ছে ভরা যৌবন, কখনও আবার সেক্সি ডিপ লো-নেকেও সাংঘাতিক ঝুঁকি নেন মালাইকা। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই একাধিকবার ট্রোলের মুখে পড়লেও ফ্যাশন স্টেটমেন্টে নিয়মিত ঝড় তুলছেন মালাইকা ( Malaika Arora) । লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় মালাইকার থেকে ভাল আর কেউ জানে না। আর এই কারণেই বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা সবসময়েই শিরোনামে রয়েছেন।  এই বয়সেও মারকাটারি চাবুক ফিগারে পুরুষদের রাতের ঘুম উড়াচ্ছেন মালাইকা আরোরা। ফিটনেস-ফ্যাশন-ফিগার এই তিনটেই হওয়া চাই পারফেক্ট, আর তাইতো নিজেকে ফিট রাখতে, যৌবন ধরে রাখতে জিম আর যোগা তার নিত্যদিনের সঙ্গী। 

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত