
এন. চন্দ্র পরিচালিত জনপ্রিয় হিন্দি ছবি তেজাব, ব্যাপক ব্যবসা করেছিল। ১৯৮৮ সালেই মুক্তি পায় এই ছবি। এই ছবির গানের সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত ও প্যায়রেলাল। মিউজিক্যালি হিট এই ছবির গান থেকে মাধুরী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। এই ছবির বিখ্যাত একটি গান 'সো গ্যায়া ইয়ে যাঁহা'- বর্তমানেও সমান জনপ্রিয়।
সম্প্রতি রিমেক্স এর যুগে সেই গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী। দেখে নিন বিখ্যাত সেই ছবির গানে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া নাচ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয় এই যুগলের নাচ। জমা হতে থাকে একের পর একর মন্তব্য। নেটিজেনদের মন কেড়েছে এই নাচের পোজ। আধা শর্মা ও মেলভিন লুইস নামের এই যুগলের নাচে মেতেছে সোশ্যাল মিডিয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।