একজন সফল সুরকার হিসাবে আরডি বর্মনের পরেই রয়েছেন বাপ্পি দা, বললেন মিঠুন চক্রবর্তী

আর ডি বর্মনের পর সেই রকম সাফল্য পেয়েছিলেন এক জনই। তিনি প্রয়াত শিল্পী বাপ্পি লাহিড়ি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী। 
 

রুপোলি জগতে যেন কালো মেঘের ছায়া। সঙ্গীতমহলে একের পর এক নক্ষত্রপতন। কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে যেমন নেমে এসেছিল শোকের ছায়া, ঠিক তেমনই ভরা সন্ধ্যায় যখন সন্ধ্যা প্রদীপ নিভে গেল তখন কেঁদেছে আপামোর বাঙালির হৃদয়। এই ধাক্কার রেশ কাটকে না কাটতেই আবারও সঙ্গীতজগতে ঘটল ছন্দ পতন। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় মিউজিক কম্পোজার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি (Bappi lahiri)। তাঁর কন্ঠে রক মিউজিকে কোমড় দুলিয়ছে আশির দশকের অভিনেতারা। সেই তালিকায় রয়েছেন বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। মিঠুনের নামের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে প্রয়াত শিল্পী বাপ্পি লাহিড়ির নাম। একদিকে যখন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি তখন অন্যদকে ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। আর এই দুইয়ের মিলনে দর্শকের মনোরঞ্জনের পারদ চড়ত তা আজ আর বলার অপেক্ষা রাখে না। আশির দশকে বাপ্পিদার (Bappi Lahiri) গলায় আই অ্যাম আ ডিস্কো ডান্সারে মিঠুনের সেই নৃত্য ভঙ্গিমার জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র ফিকে হয় নি। মাত্র ৩ বছর বয়সেই সঙ্গীতচর্চা শুরু করেন প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও মিউজিক কম্পোজার বাপ্পি লাহিড়ি। তারপর ১৯৭৩ সালে বলিউডে যাত্রা শুরু তাঁর। এরপর আর পিছনে ফিরে দেখতে হয় নি সকলের প্রিয় বাপ্পি লাহিড়িকে (Bappi lahiri Dead)। 

যদি একটু পিছন ফিরে তাকানো যায়, তাহলে দেখা যাবে ৮০-র দশকে বলিউডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর জন্য বহু গান কম্পোজন করেছেন তিনি। সেই সময় মিঠুন-বাপ্পি জুটি ফ্যান ফলোয়ার্সও ছিল প্রচুর।  ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত একের পর এক হিট ছবিতে বাপ্পি-মিঠুনের যুগলবন্দীর জৌলুস আসমুদ্র হিমাচল বিস্তৃত। ডান্স-ডান্স থেকে গুরু, প্রেম প্রতিজ্ঞার মত একাধিক হিট ছবিতে এই জুটির জুড়ি মেলা ভার। মিঠুনের ফিল্মি কেরিয়ারে প্রয়াচ বাপ্পি দার প্রভাব ছিল অনেকটা অংশ জুড়ে। বেশ কয়েক বছর আগে ডিস্কো কিং সম্পর্কে মুখ খুলেছিলেন ডিস্কো ডান্সার। মিঠুন বলেছিলেন, সনামধন্য সঙ্গীত পরিচালক আর.ডি বর্মনের পর যদি কেও সাফল্যের উচ্চশিখরে পৌঁছায় তিনি বাপ্পি লাহিড়ি ছাড়া আর কেও নন। 

Latest Videos

আরও পড়ুন-বাপ্পি লাহিড়ির সংগ্রহের এই বিপুল সোনা কে পাচ্ছে, জেনে নিন

আরও পড়ুন-বাপ্পি লাহিড়ি প্রয়াণে শোকস্তব্ধ, এশিয়ানেট বাংলায় স্মৃতিচারণে শিল্পীমহল

আরও পড়ুন-জিৎ-দেব থেকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, বাপ্পি লাহিড়ি প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

একটি প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট অভিনেতা নিঠুন চক্রবর্তী বলেন, জেন ওয়াইয়ের কাজে বাপ্পি লাহিড়ি একজন আইডল। বাপ্পি দার রম্বা হো থেকে শুরু করে হরি ওম হরি সহ রুনা লায়লার সঙ্গে নিজস্ব অ্যালবামে বাপ্পি ম্যাজিকে মন মজেছিল সেই সময়ের দর্শকের। শুধু তাই নয় আজকের প্রজন্মের কাছেও আজও এই গান সমানভাবে  জনপ্রিয়। তবে সমালোচকরা অনেকেই বাপ্পি লহিড়িকে কপি ক্যাট বলতেন। তবে সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জনপ্রিয়তার শৃঙ্গে পৌঁছে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রাহুল দেব বর্মনের পর আর বাপ্পি লাহিড়িই একজন যাকে মানুষ সেই সম্মানের আসনে বসিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। অপ্রত্যাশিত ভাবেই খুব তারাতাড়ি চলে গেলেন প্রবাদ প্রতিম শিল্পী।  তাঁর প্রয়াণে যেমন শোকাহত তাঁর পরিবার, তেমনই শোকস্তব্ধ শিল্পীমহল। বাপ্পি লাহিড়ির প্রয়াণের পর তাঁর পরিবারের তরফে জানান হয়, এই ঘটনা একেবারে আশাতীত। এখন তাঁর আত্মার শান্তি কামনা করছে লাহিড়ি পরিবার। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury