মন-মেজাজ ভাল নেই 'ঝুমা' বৌদির, প্রশ্ন জাগছে ঠাকুরপোদের মনে

Published : May 06, 2020, 05:39 AM IST
মন-মেজাজ ভাল নেই 'ঝুমা' বৌদির, প্রশ্ন জাগছে ঠাকুরপোদের মনে

সংক্ষিপ্ত

লকডাউন তো কি, নিত্য নতুন পোস্ট নিয়ে সবসময় হাজির মোনালিসা। প্রত্যেকদিনের আপডেট নিয়েই প্রস্তু থাকেন অভিনেত্রী। এবার নিজের মন মেজাজের মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

ঝুমা বৌদির মন মেজাজ ভাল নেই লকডাউনে। কখনও মুড ভাল আবার খারাপ। এরম মুড স্যুইংসেই দিন কাটছে মোনালিসার। সেই মুহূর্তগুলোও শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। লো নেক টপে হট ছবি পোস্ট করে ফের ভাইরাল মোনালিসা।

আরও পড়ুনঃহৃত্বিকের পায়ের ছন্দে এবার অঙ্কুশ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে মুগ্ধ করলেন অভিনেতা

মোনালিসা প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের বিনোদনের জোগান দিচ্ছেন। গান করা, নাচ করা, কেউ কেউ আবার আবৃত্তিও করছেন। এছাড়াও রান্না করে রেসিপি সমেত পোস্ট করা। পাশপাশি রয়েছে ওয়ার্ক আউটের ভিডিও করে পোস্ট। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। 

আরও পড়ুনঃলকডাউন ভেঙে রণবীরের বাড়িতে করিনা, ফের কী হল কাপুর পরিবারে

সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে ছেচল্লিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত