বাগদানের পর হয়ে গেল বিয়ে, কার সঙ্গে সাতপাকে ঘুরলেন এ আর রহমানের মেয়ে, জানেন পাত্র কে?

চলতি বছরের শুরুতেই হয়ে গিয়েছিল বাগদান পর্ব। এবার চার হাত এক হল এ আর রহমানের মেয়ে খতিজা রহমানের। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রহমান কন্যা খতিজা।, তবে পাত্র কে? কার গলায় মালা দিলেন খতিজা? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। রহমান কন্যা খতিজা রহমান অডিও ইঞ্জিনিয়ার প্রেমিক রিয়াসদিন শেখ মহম্মদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের বিয়ের ছবি শেয়ার করেছেন মিউজিক কম্পোজার এ আর রহমান।

চলতি বছরের শুরুতেই হয়ে গিয়েছিল বাগদান পর্ব। এবার চার হাত এক হল এ আর রহমানের মেয়ে খতিজা রহমানের। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রহমান কন্যা খতিজা।, তবে পাত্র কে? কার গলায় মালা দিলেন খতিজা? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। রহমান কন্যা খতিজা রহমান অডিও ইঞ্জিনিয়ার প্রেমিক রিয়াসদিন শেখ মহম্মদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের বিয়ের ছবি শেয়ার করেছেন মিউজিক কম্পোজার এ আর রহমান।

 এ আর রহমানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে বিয়ের সাজে সোফায় বসে রয়েছেন নতুন বর ও কনে। মেয়ের বিয়ের পারিবারিক ছবিতে দেখা গেল রহমানের প্রয়াত মাকে। তাদের বসার জায়গার পাশেই বড় স্ট্যান্ডে রাখা হয়েছিল সেই ছবি। এবং ছবিতে দেখা যাচ্ছে,  এ আর রহমান, ও তার বউ সায়রা বানু, বড় মেয়ে রহিমা, ছেলে আমিন  সকলে মিলেই দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে। মেয়ের বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, সর্বশক্তিমান ঈশ্বর যেন এই দম্পতিকে আশীর্বাদে রাখে। আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। রহমানের শেয়ার করা ছবিতে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Latest Videos

 

 

 

 

এ আর রহমানের মেয়েকে অফ হোয়াইট রঙের এমবড্রয়ারি করা পোশাকে দেখা গেছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে গলায় মুক্তো ও দামি স্টোনের কাজ করা মালা ও কপালে মাঙ্গটিকা পরে দেখা গেছে। তবে নিজের মুখ এবারও আড়াল রাখলেন খতিজা। পোশাকের  সঙ্গে ম্যাচ করে মুখে মাস্ক পরেছিলেন রহমান কন্যা। এবং মাস্ক পরেই প্রতিটা ছবিতে দেখা গিয়েছে তাকে। রিয়াসদিন শেখ মহম্মদকেও অফ হোয়াইট পাঞ্জাবি পরে দেখা গিয়েছে।

 

 

নিজের সোশ্যাল মিডিয়ায় রিয়াসদিনের সঙ্গে একটা ছবি শেয়ার করে নিয়েছেন খতিজা। সেখানেও তাকে মুখে মাস্ক পরে দেখা গিয়েছে। যার ক্যাপশনে লেখা, আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিবাহবন্ধনে আবদ্ধ হলাম রিয়াসদিনের সঙ্গে। চলতি বছরের জানুয়ারি মাসেই এনগেজমেন্ট হয় খতিজা ও রিয়াসদিনের। সেই সময়ও বাগদানের একাধিক ছবি শেয়ার করেছিলেন রহমান কন্যা। বাবার মতো সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন খতিজা। তবে কে এই রিয়াস? যার সঙ্গে মেয়ে খতিজার বিয়ে দিলেন রহমান। এই রিয়াস হল তামিলনাডুর বাসিন্দা এবং এ আর রহমানের একজন সাউন্ড ইঞ্জিনিয়র।  ইতিমধ্যেই সঙ্গীত জগতে নিজের জায়গা করে নিয়েছেন খতিজা রহমান।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury