বছর চারেক পর, বড়পর্দায় কামব্যাক নানা পাটেকরের,প্রকাশ্যে সিনেমার মোশন পোস্টার

Published : Apr 09, 2022, 10:41 AM IST
বছর চারেক পর, বড়পর্দায় কামব্যাক নানা পাটেকরের,প্রকাশ্যে সিনেমার মোশন পোস্টার

সংক্ষিপ্ত

অভিনেত্রী তনুশ্রী দত্ত যখন হ্যাসট্যাগ মিটু ট্রেন্ডে অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল তরপর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন বলিউডের নামী অভিনেতা নানা পাটেকর। তবে ২০২১ সালের শেষ দিকে টাটা স্কাইয়ের বিজ্ঞাপন ক্যাম্পেনিং-এ দেখা যায় তাঁকে। সেখানেই তিনি ফের সিনে জগতে কামব্যাক করার ইঙ্গিত দিয়েছিলেন। আর দ্য কনফেশনের হাত ধরে  ফিরলেন তিনি। প্রকাশ্যে সিনেমার মোশন পোস্টার। 

কয়েক দশক পর হিন্দি ছবির দর্শক আবার দেখতে পাবেন বলিউডের বিশিষ্ট অভিনেতা নানা পাটেকরকে। দীর্ঘদিন রুপোলি দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। প্রায় চার বছর পর শুটিং ফ্লোরে পা রাখলেন অভিনেতা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত কালা মুভিতে। তার আগে বলিউডের সুপার কমেডি মুভি হাউসফুল ফোরে অভিনয় করেছিলেন নানা পাটেকর। কিন্তু বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত যখন হ্যাসট্যাগ মিটু ট্রেন্ডে অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল তরপর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন বলিউডের নামী অভিনেতা নানা পাটেকর। তবে ২০২১ সালের শেষ দিকে টাটা স্কাইয়ের বিজ্ঞাপন ক্যাম্পেনিং-এ দেখা যায় তাঁকে। সেখানেই তিনি ফের সিনে জগতে কামব্যাক করার ইঙ্গিত দিয়েছিলেন। 

এনএইচ স্টুডিওজ, টাইম ফিল্মস, অজয় কাপুর প্রোজাকশনস আর স্পার্কলিং স্টুডিও-র আগামী ছবি হল দ্য কনফেশন। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেতা নানা পাটেকর। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনন্ত নারায়ন মহাদেবন ও প্রযোজনা করছেন সুভাষ কালে, অজয় কাপুর, পরভীন শাহ ও নরেন্দ্র  হীরাওয়াত। নানা পাটেকর অভিনীত আগামী ছবি কনফেশনের স্ক্রিপ্ট লেখার দায়িত্বে রয়েছেন সি পি সুরেন্দ্রন। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির মোশন পোস্টার। ২২ সেকেন্ডের  এই ভিডিও-তে দীর্ঘদিন পর সেই চেনা ছন্দে দেখা গেল অভিনেতাকে। শোনা গেল নানা পটেকরের মুখে সেই রাশভারি সংলাপ। সেই সঙ্গে লুকেও রয়েছে বিশেষ চমক। নানা পাটেকরের কামব্যাক ছবি নিয়ে নির্মাতরা খুব বেশি কিছু এখনই প্রকাশ্যে আনেন নি। শুধু সিনেমার নাম আর অভিনেতাকেই সকলের সামনে তুলে ধরেছেন। 

আরও পড়ুন-কতদিন ধরে চলবে রনবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান,বিশেষ ঘোষণা আলিয়ার কাকার

আরও পড়ুন-ঠিক করে আটকাননি ব্লাউজ, ক্যামেরার সামনে রীতিমত লজ্জায় পড়তে হয়েছিল করিনাকে

আরও পড়ুন-কোয়ান্টিকো গার্ল থেকে দেশিগার্ল, হলুদ সালোয়ার স্যুটে সুপারহিট প্রিয়াঙ্কার ইন্সটা লুক

সম্প্রতি প্রযোজক প্রবীন শাহ ও অন্যান্যরা এই ছবির কথা ঘোষণা করেন। তাঁর সঙ্গে অবশ্য সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য প্রযোজক যেমন নরেন্দ্র হীরাওয়াতরাও ছিলেন। এছাড়াও টিনসেল টাউনের অন্যান্য সেলেবরাও উপস্থিত ছিলেন সেখানে। সকলের উপস্থিতিতে বিশেষ করে কনফেশন ছবির সঙ্গে যুক্ত স্টার কাস্ট যেমন নানা পাটেকর, সুভাষ কালে, পরভাীন শাহ, অনন্ত নারায়ন মহাদেবন আর অজয় কাপুর সিনেমার নাম ঘোষা অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন। ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানান নি তাঁরা। তবে বছর চারেক পর সিলভার স্ক্রিনে নানা পাাটেকররে কামব্যাকের খবরে হিন্দি ছবির দর্শকরা যে কতটা খুশি হয়েছেন সে কথা হয়তো বলার অবকাশই রাখে না। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত