'লেজেন্ডের কখনও মৃত্যু হয় না', সরোজ খানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

  • গতকাল গভীর রাতে প্রয়াত হলেন সকলের প্রিয় মাস্টারজি সরোজ খান    
  • ১৭ জুন থেকেই বান্দ্রার গুরুনানক  হাসপাতালে ভর্তি ছিলেন তিনি
  • কিংবদন্তী কোরিওগ্রাফারের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন মোদী

Riya Das | Published : Jul 3, 2020 3:13 AM IST / Updated: Jul 03 2020, 08:49 AM IST

ফের নক্ষত্রপতন বলিউডে। গতকাল গভীর রাতে প্রয়াত হলেন সকলের প্রিয় মাস্টারজি সরোজ খান।  গতকাল গভীর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সরোদ খান। ১৭ জুন থেকেই বান্দ্রার গুরুনানক  হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  সেখানে তার করোনা পরীক্ষাও করা হয়। যদিও তা নেগেটিভ আসে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিনসেল টাউনে।

 

বলিউডের  একটা যুগের অবসান হল তার মৃত্যুতে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কিংবদন্তী কোরিওগ্রাফারের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন মোদী। দেখে নিন পোস্টটি।

 

টুইট পোস্টে নরেন্দ্র মোদী জানিয়েছে, 'লেজেন্ডের কখনও মৃত্যু হয় না।' বলিউডে চার দশকের বেশি সময় ধরে জড়িত ছিলেন তিনি। দুহাজারের বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ। সালটা ১৯৭৪ । গীতা মেরা নাম ছবিতে কোরিওগ্রাফির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় সরোজ খান। একের পর এক ছবিতে কোরিওগ্রাফি করেছেন সরোজ। তিন বার জাতীয় পুরস্কার জয়ী কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।


 

Share this article
click me!